Wednesday, May 7, 2025

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও ধরনের পণ্য (Pakistani goods) ভারতে আমদানির (import) উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। যার ফলে ভারতের বৈদেশিক বাণিজ্য নীতিতেও প্রভাব পড়তে চলেছে বলে দাবি অর্থনীতিকদের। আমেরিকা-চিনের শুল্ক যুদ্ধের মধ্যে ভারতের এই সিদ্ধান্তে যে পাকিস্তানের অর্থনীতি প্রভাব পড়তে চলেছে তা বলা বাহুল্য। তবে ভারতের দিক থেকে পণ্য রফতানি নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

ভারত-পাকিস্তান পণ্য পরিবহনের একমাত্র সীমান্ত ওয়াঘা-আট্টারি সীমান্ত ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানি নাগরিকদের সে দেশে ফিরে যাওয়ার সময়সীমাও পেরিয়েছে। এবার নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হল পাকিস্তানি সামগ্রী (Pakistani goods) ও পাকিস্তানের পথে ভারতে প্রবেশ করা যে কোনও সামগ্রীর পরিবহন (transit)। শনিবার কেন্দ্রের শিল্প ও বাণিজ্য দফতরের বিজ্ঞপ্তিতে আমদানি বন্ধ নিয়ে এই কারণই দেখানো হয়েছে। যদিও কূটনীতিকদের দাবি পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ঠেলে দিতে এই পদক্ষেপ মোদি সরকারের। বর্তমানে পাকিস্তান থেকে ৬.৪২ মিলিয়ন ডলারের বিভিন্ন সামগ্রী আমদানি করে ভারত।

স্থলসীমানার পাশাপাশি, জলসীমানা দিয়েও কোনও রকম পণ্য আমদানিতে (import) জারি হল নিষেধাজ্ঞা। এর আগে মুম্বই হামলা থেকে পশ্চিমের রাজ্যগুলিতে বিভিন্ন হামলার ক্ষেত্রে দেখা গিয়েছে জলপথেই ভারতের সীমানায় ঢুকে পড়ে জঙ্গিরা। যাতে কোনও পণ্য আমদানির পথ ধরে যাতে এভাবে পাক জঙ্গিদের ভারতে প্রবেশের সম্ভাবনা আটকানো যায়, তার জন্য জলপথে পণ্য আমাদনিতেও জারি হল নিষেধাজ্ঞা। এই ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্চিত করতে ভারতের জলপথে পাকিস্তানের পতাকাবাহী কোনও জাহাজের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা।

Related articles

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...
Exit mobile version