Thursday, August 21, 2025

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। তবে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নিজে মুর্শিদাবাদে যাবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি ক্ষতিপূরণের টাকা তুলে দেবেন। তার আগে মুখ্যসচিব মনোজ পন্থ জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া শতাধিক পরিবারের সরকারি নথি দ্রুত পুনর্নির্মাণ করতে হবে।

জেলা প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আধার কার্ডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন প্রকল্পের তথ্য সরকারের হাতে থাকায় তথ্য পুনরুদ্ধারে তেমন অসুবিধা হয়নি বলেই জানা গেছে। এছাড়াও ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর পদ্ধতি ব্যবহার করে দ্রুত নথি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

এদিকে সামসেরগঞ্জ সহ জেলার অশান্ত এলাকাগুলিতে পরিস্থিতি এখন কিছুটা শান্ত। ক্ষতিগ্রস্তরা আশ্রয় শিবির ছেড়ে ধীরে ধীরে নিজেদের ভাঙাচোরা ঘরে ফিরতে শুরু করেছেন। “বাংলার বাড়ি” প্রকল্পের আওতায় যাঁদের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে, তাঁদের জন্য নতুন ঘর তৈরির ব্যবস্থা করবে সরকার—এমনটাও জানানো হয়েছে প্রশাসনের তরফে।

সরকারি পরিষেবা থেকে কেউ বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ। প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, “আমরা চেষ্টা করছি যাতে প্রতিটি ক্ষতিগ্রস্ত নাগরিক স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারেন।” এই পরিস্থিতির দিকে গোটা রাজ্যের নজর রয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এলাকায় তৈরি হয়েছে তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন – ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_.

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...