Monday, May 5, 2025

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের কি বোর্ড আর মোবাইলের যুগেও ঠিক যেভাবে কলকাতা বইমেলা বা কলেজস্ট্রিটে ছুটে যায় বাঙালি, সেভাবেই তারা ভিড় জমিয়েছেন পেন উৎসব ২০২৫-এ। কারো কাছে নতুন সংগ্রহের টান। কেউ এসেছেন অনেকদিনের শখের পেনটি নিয়ে যেতে। কেউ আবার পেন বিক্রেতাদের টানেই ভিড় জমাচ্ছেন কলকাতার আইসিসিআর-এ।

উদ্যোক্তাদের কথায়, কালির কলমের ঐতিহ্য ধরে রাখাই তাঁদের উদ্দেশ্য। যেভাবে মোবাইল ল্যাপটপের যুগে হাতে লেখার চলই বন্ধ হওয়ার উপক্রম, তাতে পেনের উৎসবে আদৌ মাহাত্ম্য যে হারায়নি কালির কলম, তারই প্রমাণ পেন উৎসব ২০২৫-এ মানুষের উৎসাহ। এই উৎসবে যেমন ছাত্ররা আসছেন। তেমনই শিক্ষক, আইনজীবী, চিকিৎসকরাও আসছেন, জানান উদ্যোক্তারা।

পেনের উৎসব যেখানে, সেখানে দাম থেকে শুরু করে উপাদানের বিভিন্নতা যে থাকবে তা বলাই বাহুল্য। উদ্যোক্তা সায়ক আঢ্য জানান, পঞ্চাশ টাকা দামের পেনের পাশাপাশি পাঁচ লক্ষ টাকা দামের পেনও রয়েছে সেখানে। সাত লক্ষ টাকা দামের পেন সাজিয়েছেন জার্মানির বিখ্যাত স্টেডলার কোম্পানি। আবার দেশেরই ইন্দোর থেকে আসা ক্লিক পেনের সম্ভারও রয়েছে। কোথাও রয়েছে খাগের কলম, তো কোথাও পেনের সঙ্গে তার চামড়ার খাম।

দামের রকমফের যেমন রয়েছে। তেমনই পেনের বয়সেরও ফারাক রয়েছে এই উৎসবে। কোনও ১০০ বছর পুরোনো, আবার কোনওটা ১১০ বছর বয়সী। আবার কেউ এনেছেন সাম্প্রতিককালে ভারতীয় শিল্পের নমুনা তুলে ধরে হাতে তৈরি পেন। লেখার সামগ্রী যেমন রয়েছে, তেমনই পেনের স্ট্যান্ড থেকে কালিও রয়েছে। সেখানেও তুলে আনা হয়েছে প্রাচীনতাকে। কলিকেতা কোম্পানির রক্তকরবী বা নীলদর্পণ কিনতে ক্রেতাদের উৎসাহেও ভাটা নেই।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version