Monday, November 3, 2025

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই প্রশ্ন ফের একবার উঠল। জামিন পাওয়ার পরও কৌশলে জেল থেকে বেরোতে দেওয়া হল না চিন্ময় প্রভুকে (Chinmay Krishna Das)। যা থেকে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশে (Bangladesh) যে স্বৈরাচারী শাসন জারি রয়েছে, সেখানে রাষ্ট্রের বিরোধিতা করে কোনও কাজ সম্ভব নয়, তা ন্য়ায্য হলেও। রবিবারও কোনও না কোনও অজুহাতে জামিনের (bail) পাল্টা রাষ্ট্রের দায়ের করা মামলার শুনানি হল না। সোমবার ফের পরবর্তী শুনানির দিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অনির্দিষ্ট কালের জন্য যে চিন্ময় দাস জেলবন্দি থেকে গেলেন তা বলা বাহুল্য।

৩০ এপ্রিল বাংলাদেশে হাইকোর্টে (Bangladesh High Court) জামিন পান চিন্ময় কৃষ্ণ দাস। পাঁচমাস জেলে থাকার পরে জেলমুক্তির যে সম্ভাবনা বুধবার তৈরি হয়েছিল, তা সন্ধ্যাতেই অন্ধকারে চলে যায়। জামিনের বিরোধিতা করে রাষ্ট্র সুপ্রিম কোর্টে (Bangladesh Supreme Court) মামলা করে। সেই মামলার শুনানি রবিবার হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনৈক আইনজীবী মারা যাওয়ায় রবিবার আংশিক ছুটি ঘোষণা করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট। ফলে বাতিল হয়ে যায় চিন্ময় দাসের জামিন বিরোধিতা মামলার শুনানি।

রবিবার সকাল থেকেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে ছিল কড়া নিরাপত্তা। যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, তাতে বাংলাদেশের মৌলবাদী জঙ্গিদের থেকে চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা বিধান বাংলাদেশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। গোটা বিশ্বে চিন্ময় দাসের গ্রেফতারি ও তার গ্রেফতারি মামলার শুনানি হওয়া আটকানো চেষ্টা চালিয়েছিল মৌলবাদীরা তার নিন্দা হয়েছে গোটা বিশ্বে। ফলে রবিবারের নিরাপত্তা ছিল কড়া। কিন্তু সকালে সুপ্রিম কোর্টের (Bangladesh Supreme Court) কার্যক্রম শুরু হওয়ার পরে আংশিক ছুটি ঘোষণা করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সোমবার ফের এই মামলা সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হওয়ার জন্য যাবে। সেই অনুযায়ী নতুন শুনানির দিন নির্ধারিত হবে।

Related articles

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...
Exit mobile version