Saturday, August 23, 2025

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

Date:

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি স্ল্যাব পড়ে এক ইঞ্জিনিয়ার ও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে (SCB Medical College hospital) চিকিৎসাধীন।

শনিবার কটকে কাঠজোড়ি নদীর (Kathajodi River) উপর সেতু নির্মাণ কাজ চলাকালে কংক্রিটের একটি স্ল্যাব পড়ে ইঞ্জিনিয়ার ও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে যখন ওই স্ল্যাবটি ক্রেন দিয়ে তোলার চেষ্টা করা হচ্ছিল। একই দুর্ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তারা বর্তমানে SCB মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি (Mohan Charan Majhi) এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কটকের ডিসিপি ঋষিকেশ দ্বান্দে সেখানে পৌঁছে যান। তিনি জানান, ক্রেনের একটি অংশের ত্রুটির কারণে স্ল্যাবটি শ্রমিকদের ও সাইট ইঞ্জিনিয়ারের ওপর পড়ে । আহতদের উদ্ধার করার পাশাপাশি কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য মন্ত্রী হরিকৃষ্ণণের নির্দেশ মতো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা আগামী ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। বিরোধীরা দুর্ঘটনায় সরকারের গাফিলতির দিকে আঙ্গুল তুলেছে। মুখ্যমন্ত্রী মাজি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা সহায়তা ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার খরচও সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

Related articles

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...
Exit mobile version