কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই নিয়ে বিক্ষোভও করেছেন। তবে কী তা নিজেদের নেতাদের দোষ ঢাকতে? এবার এই প্রশ্নই উঠতে শুরু করেছে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বয়ানের পরে। যে অর্জুন সিং (Arjun Singh) বারবার দল বদল করে রাজনীতির ময়দানে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছেন, তিনিই সরাসরি কয়লা মাফিয়াদের (coal smuggler) সঙ্গে যুক্ত, দাবি দিলীপের। সেই সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে কোনও মাফিয়ার যোগ রয়েছে দাবি করা হলে, প্রমাণ করার দাবি জানান তিনি। কার্যত রাজ্য বিজেপির ভিতরে অন্তর্দ্বন্দ্বের ঘুন কতটা প্রবল, তা স্পষ্ট এই বিতর্কের মধ্যেই।

তাঁর আমলেই বাংলায় বিজেপি সবথেকে সুবিধা জনক অবস্থানে ছিল, স্বীকার করেছে খোদ তাঁর দল। অথচ নব্য বিজেপিরা তাঁকেই দিঘা-পর্ব ঘিরে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির সব নেতার নাড়ি নক্ষত্র যাঁর হাতের তালুর মতো জানা, সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলায় এবার অর্জুন সিংয়ের (Arjun Singh) মাফিয়া পরিচয় ফাঁস করে দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট দাবি করলেন, অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে। নিয়মিত কয়লার টাকা নেয়। তার প্রমাণ রাজু। রাজু যে পার্টিতে এসেছিল, যাকে শুটআউট (shootout) করে মারা হল। রাজু ওরই চ্যালা ছিল।

দিঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই বিজেপির একাংশের নেতা কর্মীরা প্রকাশ্যে তা নিয়ে মুখ খুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন। যে সব নেতারা দিলীপ ঘোষের উপর ব্য়ক্তিগত আক্রমণ করেছেন তার মধ্যে অন্যতম অর্জুন সিং। তিনি এক ব্যক্তির নাম করে দিলীপ ঘোষের মাফিয়া সঙ্গের দাবি করেন। পাল্টা দিলীপ ঘোষ দাবি করেন, দিলীপ ঘোষ কোনও মাফিয়ার (smuggler) সঙ্গে যোগাযোগ রাখে না। প্রমাণ দাও। আমি তো সবে শুরু করেছি – কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে বালির খাদান খুঁড়ে বেড়ায়।

বিজেপিতে যোগ দেওয়া যে নেতারা অভিযোগ তুলেছেন তাঁদের মুখোশ খুলে দেওয়ার দাবি করে দিলীপ বলেন, যারা এসেছেন তারা সব বোঝা নিয়ে এসেছেন। আমি জানি, বলি না। দরকার নেই। আমি যদি বলতে আরম্ভ করি সব ন্যাংটা করে দেব।

spot_img

Related articles

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...