Friday, August 22, 2025

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই নিয়ে বিক্ষোভও করেছেন। তবে কী তা নিজেদের নেতাদের দোষ ঢাকতে? এবার এই প্রশ্নই উঠতে শুরু করেছে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বয়ানের পরে। যে অর্জুন সিং (Arjun Singh) বারবার দল বদল করে রাজনীতির ময়দানে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছেন, তিনিই সরাসরি কয়লা মাফিয়াদের (coal smuggler) সঙ্গে যুক্ত, দাবি দিলীপের। সেই সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে কোনও মাফিয়ার যোগ রয়েছে দাবি করা হলে, প্রমাণ করার দাবি জানান তিনি। কার্যত রাজ্য বিজেপির ভিতরে অন্তর্দ্বন্দ্বের ঘুন কতটা প্রবল, তা স্পষ্ট এই বিতর্কের মধ্যেই।

তাঁর আমলেই বাংলায় বিজেপি সবথেকে সুবিধা জনক অবস্থানে ছিল, স্বীকার করেছে খোদ তাঁর দল। অথচ নব্য বিজেপিরা তাঁকেই দিঘা-পর্ব ঘিরে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির সব নেতার নাড়ি নক্ষত্র যাঁর হাতের তালুর মতো জানা, সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলায় এবার অর্জুন সিংয়ের (Arjun Singh) মাফিয়া পরিচয় ফাঁস করে দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট দাবি করলেন, অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে। নিয়মিত কয়লার টাকা নেয়। তার প্রমাণ রাজু। রাজু যে পার্টিতে এসেছিল, যাকে শুটআউট (shootout) করে মারা হল। রাজু ওরই চ্যালা ছিল।

দিঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই বিজেপির একাংশের নেতা কর্মীরা প্রকাশ্যে তা নিয়ে মুখ খুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন। যে সব নেতারা দিলীপ ঘোষের উপর ব্য়ক্তিগত আক্রমণ করেছেন তার মধ্যে অন্যতম অর্জুন সিং। তিনি এক ব্যক্তির নাম করে দিলীপ ঘোষের মাফিয়া সঙ্গের দাবি করেন। পাল্টা দিলীপ ঘোষ দাবি করেন, দিলীপ ঘোষ কোনও মাফিয়ার (smuggler) সঙ্গে যোগাযোগ রাখে না। প্রমাণ দাও। আমি তো সবে শুরু করেছি – কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে বালির খাদান খুঁড়ে বেড়ায়।

বিজেপিতে যোগ দেওয়া যে নেতারা অভিযোগ তুলেছেন তাঁদের মুখোশ খুলে দেওয়ার দাবি করে দিলীপ বলেন, যারা এসেছেন তারা সব বোঝা নিয়ে এসেছেন। আমি জানি, বলি না। দরকার নেই। আমি যদি বলতে আরম্ভ করি সব ন্যাংটা করে দেব।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...