Friday, November 14, 2025

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই নিয়ে বিক্ষোভও করেছেন। তবে কী তা নিজেদের নেতাদের দোষ ঢাকতে? এবার এই প্রশ্নই উঠতে শুরু করেছে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বয়ানের পরে। যে অর্জুন সিং (Arjun Singh) বারবার দল বদল করে রাজনীতির ময়দানে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছেন, তিনিই সরাসরি কয়লা মাফিয়াদের (coal smuggler) সঙ্গে যুক্ত, দাবি দিলীপের। সেই সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে কোনও মাফিয়ার যোগ রয়েছে দাবি করা হলে, প্রমাণ করার দাবি জানান তিনি। কার্যত রাজ্য বিজেপির ভিতরে অন্তর্দ্বন্দ্বের ঘুন কতটা প্রবল, তা স্পষ্ট এই বিতর্কের মধ্যেই।

তাঁর আমলেই বাংলায় বিজেপি সবথেকে সুবিধা জনক অবস্থানে ছিল, স্বীকার করেছে খোদ তাঁর দল। অথচ নব্য বিজেপিরা তাঁকেই দিঘা-পর্ব ঘিরে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির সব নেতার নাড়ি নক্ষত্র যাঁর হাতের তালুর মতো জানা, সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলায় এবার অর্জুন সিংয়ের (Arjun Singh) মাফিয়া পরিচয় ফাঁস করে দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট দাবি করলেন, অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে। নিয়মিত কয়লার টাকা নেয়। তার প্রমাণ রাজু। রাজু যে পার্টিতে এসেছিল, যাকে শুটআউট (shootout) করে মারা হল। রাজু ওরই চ্যালা ছিল।

দিঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই বিজেপির একাংশের নেতা কর্মীরা প্রকাশ্যে তা নিয়ে মুখ খুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন। যে সব নেতারা দিলীপ ঘোষের উপর ব্য়ক্তিগত আক্রমণ করেছেন তার মধ্যে অন্যতম অর্জুন সিং। তিনি এক ব্যক্তির নাম করে দিলীপ ঘোষের মাফিয়া সঙ্গের দাবি করেন। পাল্টা দিলীপ ঘোষ দাবি করেন, দিলীপ ঘোষ কোনও মাফিয়ার (smuggler) সঙ্গে যোগাযোগ রাখে না। প্রমাণ দাও। আমি তো সবে শুরু করেছি – কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে বালির খাদান খুঁড়ে বেড়ায়।

বিজেপিতে যোগ দেওয়া যে নেতারা অভিযোগ তুলেছেন তাঁদের মুখোশ খুলে দেওয়ার দাবি করে দিলীপ বলেন, যারা এসেছেন তারা সব বোঝা নিয়ে এসেছেন। আমি জানি, বলি না। দরকার নেই। আমি যদি বলতে আরম্ভ করি সব ন্যাংটা করে দেব।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...