Friday, December 5, 2025

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

Date:

Share post:

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে এবার মিগুয়েল ফিগুয়েরা(Miguel Figueira)। সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও, ইতিমধ্যেই তাঁর সঙ্গে সই হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে এক বছরের জন্যই তাঁর সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার শুধুই সরকারীভাবে তাঁর নাম ঘোষণার অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হতে পারে মিগুয়েল ফিগুয়েরার(Miguel Figueira) নাম।

বসুন্ধরা কিংসের এই তারকা ফুটবলারকেই এবার দলে তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। মূলত মিড ফিল্ড পজিশনেই খেলেন মিগুয়েল। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের(Eastbengal) মাঝমাঠ একেবারেই ভাল ছিল না। সেই জায়গা থেকেই দল গোছাতে শুরু করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজোঁর কোচিংয়ে খেলেছেন তিনি। কোচের সঙ্গে তাঁর বোঝাপড়াও বেশ ভাল। মিগুয়েলকে দলে নেওয়ার পিছনে যে এই দিকটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্কার আসার পর থেকেই তাঁর কথা নাকি বলেছিলেন। থংবোই সিংটোর সঙ্গে আলোচনার পরই এই ফুটবলারকে নিশ্চিত করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই মরসুমে ইতিমধ্যেই রিচার্ড সেলিসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। শোনাযাচ্ছে আরও বেশ কয়েকজন বিদেশিকে ছাড়া হতে পারে। তবে তার আগে ভালো বিদেশিদের দলে তুলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। সেখানে মিগুয়েল যে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বাছাই তা বলার অপেক্ষা রাখে না।

শোনাযাচ্ছে তিন দিন আগেই নাকি মিগুয়েলের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। শুধু নাম ঘোষণাটা বাকি রয়েছে। মিগুয়েল তো হয়ে গিয়েছে। এছাড়াও এবার আরও কী কী চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল সেদিকেই তাকিয়ে সকলে।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...