ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

Date:

Share post:

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে এবার মিগুয়েল ফিগুয়েরা(Miguel Figueira)। সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও, ইতিমধ্যেই তাঁর সঙ্গে সই হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে এক বছরের জন্যই তাঁর সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার শুধুই সরকারীভাবে তাঁর নাম ঘোষণার অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হতে পারে মিগুয়েল ফিগুয়েরার(Miguel Figueira) নাম।

বসুন্ধরা কিংসের এই তারকা ফুটবলারকেই এবার দলে তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। মূলত মিড ফিল্ড পজিশনেই খেলেন মিগুয়েল। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের(Eastbengal) মাঝমাঠ একেবারেই ভাল ছিল না। সেই জায়গা থেকেই দল গোছাতে শুরু করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজোঁর কোচিংয়ে খেলেছেন তিনি। কোচের সঙ্গে তাঁর বোঝাপড়াও বেশ ভাল। মিগুয়েলকে দলে নেওয়ার পিছনে যে এই দিকটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্কার আসার পর থেকেই তাঁর কথা নাকি বলেছিলেন। থংবোই সিংটোর সঙ্গে আলোচনার পরই এই ফুটবলারকে নিশ্চিত করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই মরসুমে ইতিমধ্যেই রিচার্ড সেলিসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। শোনাযাচ্ছে আরও বেশ কয়েকজন বিদেশিকে ছাড়া হতে পারে। তবে তার আগে ভালো বিদেশিদের দলে তুলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। সেখানে মিগুয়েল যে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বাছাই তা বলার অপেক্ষা রাখে না।

শোনাযাচ্ছে তিন দিন আগেই নাকি মিগুয়েলের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। শুধু নাম ঘোষণাটা বাকি রয়েছে। মিগুয়েল তো হয়ে গিয়েছে। এছাড়াও এবার আরও কী কী চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল সেদিকেই তাকিয়ে সকলে।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...