৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের নাগরিক (Pakisatni citizen) তা নিয়ে কোন ধারনাই ছিল না তাদের। শনিবার চন্দননগরের (Chandannagar) কুঠিরমাঠ এলাকা থেকে গ্রেফতার করা হল সেই গৃহবধূ ফতেমা বিবিকে। যদিও পরিবারের দাবি, জন্মসূত্রে তিনি এদেশেরই, হুগলির নালিকুলের বাসিন্দা।
১৯৮০ সালে টুরিস্ট ভিসা (visa) নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের (Chandannagar) এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তাঁর। দুই মেয়ে আছে ফতেমার। মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে। পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন এতদিন। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahalgam attack) পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের (Pakistani citizen) দেশে ফিরে যেতে বলেছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন। নতুন করে খোঁজ শুরু হয় তাদের। আর তখনি সামনে আসে ফতেমার নাম।
স্বামীর মুজফ্ফর মল্লিকের জানিয়েছেন,’৬০ বছর বয়স হয়ে গিয়েছে আমার স্ত্রীর। রোজ অনেকগুলো ওষুধ খেতে হয়। নিয়মিত ডাক্তার দেখাতে হয়। কিছু দিনের মধ্যে হাঁটুতে অস্ত্রোপচারের কথা আছে। ওকে যেন ছেড়ে দেয় পুলিশ।’ তিনি আরও জানিয়েছেন, তাঁরা চন্দননগর কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ভোটার। আধার (Aadhaar), প্যান কার্ড (PAN card) আছে তাদের। ফতেমা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও সেই প্রক্রিয়া শেষ হয়নি। আর তাতেই জটিলতা বেড়েছে। প্রতিবেশীরাও চাইছে জতিলতা শেষ করে ফতেমা চন্দননগর ফেরত আসুন।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–