Monday, May 5, 2025

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে দিয়েছেন। এক বিদেশিনীর সঙ্গেই প্রেমের সম্পর্ক বেঁধেছেন ভারতীয় ক্রিকেটের গব্বর। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। এবার গব্বর নিজেই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। আইরিশ তরুণী সোফি শাইনের(Sophie Shine) সঙ্গেই নতুন রাস্তায় চলা শুরু ধওয়ানের। যেখানে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গীনিরা সেলিব্রিটি কিংবা বিখ্যাত, ধওয়ান(Shikhar Dhawan) কিন্তু অন্য পথেই হেঁটেছেন। সোফি শাইনের সেরকম কোনও ব্যাকগ্রাউন্ডই কিন্তু নেই।

গত বছরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন শিখর ধওয়ান(Shikhar Dhawan)। তবে সেটা ছিল তাঁর ডিভোর্স নিয়ে। নানান কথাই শোনা গিয়েছিল। ধওয়ানও নানান কথা বলেছিলেন। শেষপর্যন্ত সেই সম্পর্কে ইতি টেনেছিলেন ধওয়ান ও তাঁর স্ত্রী। নতুন বছরে ফের একবার ভাইরাল শিখর ধওয়ান। এবার অবশ্য অন্য কারণ। নতুন সম্পর্কে জড়িয়েছেন গব্বর। আইরিশ তরুণী সোফি শাইনের সঙ্গে প্রেমের সম্পর্কে শিখর ধওয়ান। আর সেই থেকেই সোফি শাইনকে নিয়ে ধওয়ান ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ।

জানেন কী করেন এই সোফি শাইন। কোথায় পড়াশোনা করেছেন। এই মুহূর্তে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের সহ সভাপতির পদে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের ক্যাস্টেলরয় কলেজ থেকে পাশ করেছেন। মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিগ্রী রয়েছে লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। প্রোডাক্ট কনসালটেন্ট হিসাবেই কাজ করেন তিনি। সেই সোফির হাতই এবার ধরেছেন গব্বর। যদিও তাদের পরিচয় কীভাবে হয়েছে তা নিয়ে অবশ্য কিছু জানাননি শিখর ধওয়ান।

কিন্তু এই নতুন জুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। আইপিএলের ম্যাচ থেকে বিভিন্ন অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যাচ্ছে শিখর ধওয়ান ও সোফি শাইনকে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version