Monday, May 5, 2025

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে নিজেই দেখা করবেন মুখ্যমন্ত্রী। সোমবারই তিনি পৌঁছে যাচ্ছেন বহরমপুর (Baharampur)। এদিন তাঁর কোনও কর্মসূচি নেই। দুদিনের সফরে মঙ্গলবারই গুরুত্বপূর্ণ।

সোমবার দুপুরে কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ৬ মে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর৷ ওইদিন ধুলিয়ানে তিনি সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। তাঁদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেবেন। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের হাতে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে আর্থিক অনুদান তুলে দেবেন। সামশেরগঞ্জের (Samsherganj) ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, সুতিতে তাঁর একটি প্রশাসনিক সভাও রয়েছে মঙ্গলবার। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে বিস্তারিত তালিকা জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাঁর হাত ধরে মুর্শিদাবাদ জেলায় একাধিক সংস্কার হওয়া রাস্তার যেমন উদ্বোধন হবে, তেমনই একাধিক নতুন সরকারি ভবন, হস্টেল, স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন হবে।

মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পরে স্থানীয় প্রশাসন ধীরে ধীরে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সমর্থ হয়েছে। ঘরে ফিরেছেন প্ররোচনায় ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া বাসিন্দারা। পরিস্থিতি সেখানে শান্ত। সেই সঙ্গে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণ। তবে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে যে বাড়ি তাঁরা পাবেন, তা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পৌঁছে যাবে তাঁদের হাতে। সেই লক্ষ্যেই এবার মুর্শিদাবাদ (Mrushidabad) সফর মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর সফরের আগে সেজে উঠেছে বহরমপুর (Baharampur) শহর। শুধু বহরমপুর শহর নয়, জেলা জুড়ে ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং তোরণ দিয়ে সাজানো হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। সেই সঙ্গে মঙ্গলবারের সভায় অন্তত ১০ হাজার মানুষের জমায়েতের প্রস্তুতি চালাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version