Sunday, November 2, 2025

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরিযায়ী শ্রমিকদের স্থানীয়ভাবে কাজে নিয়োগ ও ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, “দরকার নেই ভিক্ষা করে খাওয়ার। ফিরে আসুন এই রাজ্যে। আমরা বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, হাত খরচ দিচ্ছি।”

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগে সোমবারও সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন বলেন, “আমি অনেকগুলো শুনেছি, যে আমাদের লোকেদের ওপর অত্যাচার হচ্ছে। অনেক অভিযোগ আমরা পাচ্ছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। যারা অত্যাচার করছেন, মনে রাখবেন, আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন। আমরা তাদের ভালোবাসি। তাহলে তোমরা কেন আমার ভাইবোনের গায়ে হাত দেবে?”

এর পরেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আহ্বান জানিয়ে বলেন, “যারা মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলব, তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর জেলাশাসককে বলব, আমাদের এখানে যে নির্মাণকাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন। কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার। নিজের অধিকারে কাজ করুন। আপনারা ফিরে এসে পরিযায়ী শ্রমিক লিস্টে নাম লেখান। মুখ্যসচিবকে বলব, তাদের ঋণের ব্যবস্থা করুন। যাতে তারা কিছু করে প্রাণে বেঁচে থাকতে পারে।”

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের উদ্দেশ্যে রাজধর্ম পালনের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে রাজ্যে বিরোধিতা কমাও। রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না।”
আরও খবরমুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version