Friday, December 19, 2025

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরিযায়ী শ্রমিকদের স্থানীয়ভাবে কাজে নিয়োগ ও ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, “দরকার নেই ভিক্ষা করে খাওয়ার। ফিরে আসুন এই রাজ্যে। আমরা বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, হাত খরচ দিচ্ছি।”

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগে সোমবারও সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন বলেন, “আমি অনেকগুলো শুনেছি, যে আমাদের লোকেদের ওপর অত্যাচার হচ্ছে। অনেক অভিযোগ আমরা পাচ্ছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। যারা অত্যাচার করছেন, মনে রাখবেন, আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন। আমরা তাদের ভালোবাসি। তাহলে তোমরা কেন আমার ভাইবোনের গায়ে হাত দেবে?”

এর পরেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আহ্বান জানিয়ে বলেন, “যারা মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলব, তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর জেলাশাসককে বলব, আমাদের এখানে যে নির্মাণকাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন। কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার। নিজের অধিকারে কাজ করুন। আপনারা ফিরে এসে পরিযায়ী শ্রমিক লিস্টে নাম লেখান। মুখ্যসচিবকে বলব, তাদের ঋণের ব্যবস্থা করুন। যাতে তারা কিছু করে প্রাণে বেঁচে থাকতে পারে।”

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের উদ্দেশ্যে রাজধর্ম পালনের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে রাজ্যে বিরোধিতা কমাও। রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না।”
আরও খবরমুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...