Thursday, August 21, 2025

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

Date:

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান লক্ষ্য লাল-হলুদ ম্যানেজমেন্টের। তবে আইএসএল(ISL) থেকে কোনও বিদেশি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বাইরে থেকেই ভাল মানের বিদেশি নিতে চাইছে ইস্টবেঙ্গল(Eastbengal)। নানান গুঞ্জন চললেও আইএসএলের অন্যান্য কোনও ক্লাব থেকে যে এবার আর বিদেশি নেওয়ার ইচ্ছা ইস্টবেঙ্গলের নেই, তা ম্যানেজমেন্টের ইঙ্গিতেই স্পষ্ট।

গতবার আইএসএলের(ISL) মঞ্চ থেকে বিদেশি নিয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে দিমিত্রি দিয়ামন্তাকসকে দলে নিয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার হয়ত আইএসএল থেকে বিদেশি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে দেশীয় তারকার দিকে যে তাদের নজর রয়েছে তাও বেশ স্পষ্ট। ইতিমধ্যেই রিয়াদে বিদেশীর খোঁজে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো(Thongboi Singto)।

সেখানে সৌদি প্রো লিগ থেকে দুজন ফুটবলারকে স্কাউটিং করতে গিয়েছিলেন তিনি। গত সোমবারই শহরে ফিরেছেন সিংটো(Thongboi Singto)। যদিও এখনও পর্যন্ত ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেননি তিনি। শোনাযাচ্ছে দুই একদিনের মধ্যেই বৈঠকে বসতে পারেন থংবোই সিংটো। সেখানেই কোন কোন ফুটবলারের সঙ্গে তিনি কথা বলেছেন তা নিয়ে আলোচনা হতে চলেছে।

একইসঙ্গে পিভি বিষ্ণুকে(PV Bishnu) নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল মুম্বই সিটি এফসির সঙ্গে নাকি সোয়াপ ডিলে যেতে পারে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তেমনটা হচ্ছে না বলেই শোনাযাচ্ছে। লাল-হলুদ ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছে পিভি বিষ্ণুকে(PV Bishnu) ছাড়ার কোনও সম্ভাবনাই নাকি নেই। লাল-হলুদ ম্যানেজমেন্ট আগামী মরসুমের জন্য যে বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে তা বেশ স্পষ্ট।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version