Saturday, November 1, 2025

পহেলগামে নিহত দুই পরিবারকে সাহায্য় রাজ্যের, বাড়িতে গেলেন দুই মন্ত্রী

Date:

দেশের কোনও প্রান্তে কোনও দুর্ঘটনাতেও কেউ মারা গেলে সজাগ হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষত বিরোধী শাসিত রাজ্যগুলিতে বিরোধীরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যগুলির সঙ্গে প্রতিযোগিতা চালান প্রধানমন্ত্রী। অথচ পহেলগামের মতো জঙ্গি হামলার (Pahalgam attack) ঘটনায় নিহতদের কোনও সাহায্য নিয়ে এগিয়ে আসেননি নরেন্দ্র মোদি। রাজ্যের তিন নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো মঙ্গলবার রাজ্যের দুই মন্ত্রী, ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও অরূপ বিশ্বাস (Aroop Biswas) কলকাতার নিহত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের হাতে তুলে দেন রাজ্যের আর্থিক সাহায্য।

মঙ্গলবার বেহালায় নিহত সমীর গুহর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। তাঁর হাতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ১০ লক্ষ টাকা তুলে দেন মন্ত্রী। সেই সঙ্গে বার্তা দেন পরিবারের পাশে থাকার।

অন্যদিকে বৈষ্ণবঘাটার নিহত বিতান অধিকারীর বাড়িতে যান দুই মন্ত্রী। রাজ্য সরকারের তরফে বিতানের বাবা মায়ের জন্য আলাদাভাবে সাহায্যের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকার যে ১০ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছে। সেই টাকা অর্ধেক বিতান অধিকারীর বাবা-মা ও স্ত্রীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিতানের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন দুই মন্ত্রী। তাঁদের হাতে তুলে দেওয়া হয় অর্থ সাহায্য।

Related articles

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...
Exit mobile version