Sunday, August 24, 2025

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

Date:

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা। হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাড়িতে একাই থাকতেন বছর আটচল্লিশের বাবজি। তাঁর মৃত্যুতে একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

বাংলার বিনোদন জগতে অতি পরিচিত ছিলেন বাবজি সান্যাল (Babji Sanyal)। টলি-টেলিই শুধু নয়, বলিউডের অনেক তারকার সঙ্গে তাঁর সখ্যতা ছিল। মায়ের মৃত্যু পরে ১৮, একবালপুর লেনের বাড়িতে একাই থাকতেন তিনি। এদিন সকালে এক প্রতিবেশী অচেতন অবস্থায় তাঁকে রান্নাঘরের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। এসএসকেএম-এ ময়নাতদন্তের পরে কলকাতা প্রেস ক্লাবে ঘণ্টা খানেক দেহ শায়িত রাখা হয়। সেখানে প্রেস ক্লাবের পক্ষ থেকে মাল্যদান করা হয়। চোখের জলে শেষ বিদায় জানান বাবজির সাংবাদিক বন্ধুরা। শ্রদ্ধা জানান সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয়।

তারা টিভি দিয়েই বাবজির মূল স্রোতের সাংবাদিকতা (Journalism) শুরু। তার পর মহুয়া খবর, আকাশ বাংলা, জি ২৪ ঘণ্টা, ফোকাস বাংলা-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গায়ক হিসেবেও সুপরিচিত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে গান শোনাতেন। সদ্য হাস্যমুখ, দিলখোলা এই মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। শোকের ছায়া বাংলার বিনোদন জগতেও।
আরও খবরপুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version