ভারতীয় ফুটবলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন মানোলো মার্কুয়েজ

Date:

Share post:

এবার কী ভারতীয় ফুটবল(Indian Football Team) দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। হঠাত্ই এমন একটা গুঞ্জন শুরু হয়েছে। শোনাযাচ্ছে ভারতীয় দলের কোচের দায়িত্বের পর থেকে নাকি সরে যেতে চাইছেন তিনি। এই বছরই এশিয়ান কাপ(Asian Cup Qualifiers) কোয়ালিফায়ারের পাশাপাশি একটি ফ্রেন্ডলি ম্যাচে খেলবে ভারত। তারপরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। বেশ কিছু কারণের জন্যই নাকি ঘনিষ্ঠ মহলে এমন ইচ্ছা প্রকাশ করেছেন এই স্প্যানিশ কোচ।

কয়েকদিন আগেই শেষ হয়েছে সুপার কাপে(Super Cup)। আইএসএলে(ISL) না পারলেও সেখানে চ্যাম্পিয়ন হয়েছে এফসি গোয়া। মানলো মার্কুয়েজের কোচিংয়েই চূড়ান্ত সাফল্য এসেছে গোয়ার। সেইসঙ্গেই এবারের মতো ফটবল মরসুম শেষ। একইসঙ্গে গোয়ার সঙ্গেও কার্যত চুক্তি শেষ হচ্ছে মানোলো মার্কুয়েজের(Manolo Marquez)। আগামী মে মাসে চুক্তি শেষ হবে তাঁর। এরপর থেকে শুধুমাত্র ভারতীয় দলের কোচের পদেই থাকবেন তিনি।

ঈগর স্টিমাচ যাওয়ার পরই ভারতীয় ফুটবল দলের কোচ হয়েছিলেন মানোলো মার্কুয়েজ। তবে একটি নয় জোড়া দায়িত্ব সামাল দিতে হত তাঁকে। এফসি গোয়া এবং ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে ভারতীয় দল এখনও পর্যন্ত ছটি ম্যাচ খেলেছে। সেখানে মাত্র একটি ম্যাচই হেরেছে মেন ইন ব্লুজ ব্রিগেড। তবে গোয়ার সঙ্গে আগামী ৩১ মে চুক্তি শেষ হওয়ার পর শুধুমাত্র ভারতীয় দলেরই কোচ থাকবেন তিনি।

কিন্তু মানোলো নাকি জাতীয় দলের কোচের দায়িত্বে থাকতে চাইছেন না। সরে যাওয়ার ইচ্ছাই নাকি প্রকাশও করেছেন তিনি। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারত। শোনাযাচ্ছে সেই ম্যাচের পরই এসব নিয়ে কথাবার্তা বলতে পারেন মার্কুয়েজ। শোনাযাচ্ছে ভারতীয় ফুটবল ম্যানেজমেন্টের বিভন্ন বিষয় নিয়েই বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সূত্র মারফত জানানো হয়েছে, “এখানে নানান বাধা রয়েছে। সেইসঙ্গে পরিকল্পনা হঠাত্ই মাঝপথে বদলে যায়। দলের ধারাবাহিকতা বজায় রাখাটাও একটা চ্যালেঞ্জ। যে ফুটবলাররা ক্লাব থেকে আসেন তাদের ধারাবাহিকতা বজায় রাখাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। মাঠের বাইরেও নানান সমস্যা রয়েছে”।

প্রথমবার ভারতীয় দল নিয়ে মানোলো মার্কুয়েজের হতাশা বেড়িয়ে এসেছিল বাংলারদেশের সঙ্গে শিলংয়ে ড্র করার পর। এরপর মাঝেমধ্যেই নিজের হতাশা লোকাতে ব্যর্থ হয়েছিলেন মানোলো মার্কুয়েজ। সেইসঙ্গে ভারতীয় ফুটবলের নানান ব্যযাবস্থাপনা নিয়েও বেশ বিরক্ত সুপার কাপ জয়ী কোচ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

“রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকুন”, সূর্যকুমারকে সতর্কবার্তা আইসিসির

রবিবার এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু তার আগেই  সতর্কিত হলেন সূর্যকুমার যাদব...

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক, খেলতে পারবেন সূর্যকুমার যাদব?

এশিয়া কাপের ( Asia Cup) সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানে জিতে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।আগেই ফাইনালের স্থান...

শামি সম্পর্কে তথ্য নেই! শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিলেন আগরকর

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের( IND vs WI) বিরুদ্ধে টেস্টে (Test) সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় দল।তবে চর্চায় রয়েছে...

সুপার কাপে একই গ্রুপে মোহন-ইস্ট, কবে হবে ডার্বি ম্যাচ?

ঘোষিত হল সুপার কাপের (Super Cup) গ্রুপ বিন্যাস। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ, চলবে ২২...