পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের সরকার। মৌন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই পরিস্থিতিতে ‘মৌনমোদি’কে নিশানায় ১৪ দফা প্রশ্নবাণ ছুঁড়ল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল জানিয়েছে, আপনার জন্য ১৪টি প্রশ্ন রইল। উত্তর দিন ‘মৌনমোদি’।

অবিচারের ৩৩০ ঘন্টা পরেও কোনও পদক্ষেপ নেই। এমনকী পহেলগাঁও হামলার (Pahalgam attack) ঠিক পরেই সীমান্ত থেকে অপহৃত বাংলার সেনাজওয়ান পুর্ণমকুমার সাউকে (P K Sahu, BSF)) উদ্ধার করতেও ব্যর্থ কেন্দ্র। তৃণমূলের প্রশ্নমালায় সেই বিষয়টিও রাখা হয়েছে।

দিনেদুপুরে পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ ২৬ জনের প্রাণ কেড়েছে জঙ্গিরা। এ দেশের মাটিতে তারা গা ঢাকা দিয়ে থাকলেও, তাদের টিকিও ছুঁতে পারেনি ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা রক্ষীরা। কেন ব্যর্থ মোদি সরকার? বারবার বিরোধী প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছে তারা। কিন্তু সদুত্তর নেই। এবার পহেলগাঁও হামলার (Pahalgam attack) ১৪ দিন পর ‘মৌনমোদি’র কাছে ১৪ দফা প্রশ্ন নিক্ষেপ করল তৃণমূল।
১) কেন এখনও সব জঙ্গিরা ধরা পড়ল না?
২) তদন্তের অগ্রগতি কী? কতজন অভিযুক্তকে সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত করে চার্জশিট দেওয়া হয়েছে?
৩) কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের পরিবর্তে বিহারের নির্বাচনী প্রচারকে অগ্রাধিকার দিলেন?
৪) আগাম সতর্কবার্তা পাওয়ার পরেও যেসব নিরাপত্তা সংস্থা ব্যর্থ হল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
৫) নিরাপত্তায় গাফিলতির বিষয়টি কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়ে কী পদক্ষেপ নিয়েছে?
৬) কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্ৰ বৈসরন ভ্যালির ৫ কিলোমিটারের মধ্যে কেন
কোনও নিরাপত্তা বাহিনী ছিল না?
৭) প্রধানমন্ত্রী এখনও নিহত ২৬ জনের পরিবারের সঙ্গে কেন সাক্ষাৎ করেননি?

৮) যেসব পরিবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে, তাঁদের প্রতি জবাবদিহির দায়িত্ব কার?
৯) পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দি বাংলার জওয়ান পুর্ণমকুমার সাউ কবে নিরাপদে দেশে ফিরবেন?
১০) সারা দেশে বাড়তে থাকা ঘৃণাজনিত অপরাধ রুখতে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার?
১১) জঙ্গিহানায় স্বামীকে হারিয়েছেন হিমাংশী নরওয়াল। তাঁকে বিজেপি-ঘনিষ্ঠ ট্রোলাররা যেভাবে হেনস্থা করছে, তার বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না?
১২) এই শোকের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন লাল কার্পেটে সংবর্ধনা দেওয়া হল?
১৩) ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি কী কী সন্ত্রাস দমন কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকার?
১৪) দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিকে সুরক্ষিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে?

–

–

–

–

–

–

–
–
–
–