Tuesday, May 6, 2025

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

Date:

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। পহেলগাম কাণ্ডের (Pahelgam Incident) পর থেকে ক্রমাগত উত্তেজনার পরিস্থিতি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়। যেকোনও মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মাঝেই পাকিস্তানি সেনার একনাগাড়ে গুলি চালানোর ঘটনায় ভারতীয় জওয়ানদের ব্যতিব্যস্ত করে রাখার পাক কৌশলের কথাই বলছে ওয়াকিবহাল মহল। ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, সোমবার (৫ মে) রাতে কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দেরবনি এবং আখনুরে ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে।

পহেলগামের ঘটনার দুদিন পর অর্থাৎ গত ২৪ এপ্রিল থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান (Pakistan)। গত কয়েকদিনে কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফের দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভূস্বর্গে তন্ন তন্ন করে হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে। এই আবহে সন্ত্রাসবাদীদের নিজেদের আস্তানায় ফেরাতে এভাবে গোলাগুলি করে ভারতকে ব্যস্ত রাখতে চাইছে পাকিস্তান, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গত ১২ দিনে পুঞ্চ , কুপওয়াড়া, আখনুর, বারামুলা-সহ একাধিক সেক্টরে দফায় দফায় লঙ্ঘিত হয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি। জবাব দেওয়ার পাশাপাশি সতর্ক রয়েছে ভারতীয় সেনা।

Related articles

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান...

২০২৬-এ ফেব্রুয়ারির শুরুতেই মাধ্যমিক! রইল রুটিন

আগামী বছর কবে মাধ্যমিক(Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম...

সমস্যায় কর্ণপাত করছে না কেন্দ্র, নদী ভাঙন নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী

নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এ পরিস্থিতিতে কেন্দ্রের(Central Govt) কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে।...

মক ড্রিল! ব্ল্যাক আউট! জেনে নিন কী রয়েছে এই আত্মরক্ষা কৌশলে

আদৌ কী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে ভারত? ভারত-পাক যুদ্ধ কী আসন্ন? না কি সবটাই যুদ্ধ জিগির তুলে ভোটব্যাঙ্ককে...
Exit mobile version