Saturday, November 15, 2025

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

Date:

Share post:

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে জোর কদমে। মন্দিরের দায়িত্বে থাকা ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (TDB) জানিয়েছে, ১৯ মে রাষ্ট্রপতি এই মন্দিরে আসবেন। যা একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে সূচিত হতে চলেছে। এর আগে কোনও মহিলা রাষ্ট্রপতি (President of India) তো নয়ই, গণতান্ত্রিক দেশের কোনও রাষ্ট্রপতিই এই মন্দিরে পা রাখেননি।

শবরীমালা মন্দিরটি ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে এখনও বিতর্কের শেষ নেই। রীতি অনুসারে, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এখনও এই মন্দিরে প্রবেশ নিষেধ। যদিও ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয়। কিন্তু এখানেই বিতর্ক শেষ নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে সনাতন ধর্ম ও সংস্কৃতির বিরোধী বলে দাবি করে বেশ কিছু কট্টর হিন্দু সংগঠন। ফলে স্বভাবতই, দেশের প্রথম রাষ্ট্রপতি (President of India) হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত পরিস্থিতির বদল আনবে বলে মনে করা হচ্ছে।

১৮ মে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (Draupadi Murmu) সেন্ট থমাস কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কোট্টায়ামে পৌঁছবেন। পরের দিন ১৯ মে মন্দিরের কাছে নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন। তারপর দুটি বিকল্প থাকবে। এক, তাঁকে ট্রেক করে পাহাড়ের উপর এই শবরীমালা (Sabarimala temple) দর্শন করতে হবে। এছাড়াও তাঁকে জরুরি প্রয়োজনে ব্যবহৃত রাস্তা দিয়ে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। তবে মন্দির কর্তৃপক্ষ প্রত্যাশা করছেন, রাষ্ট্রপতি পায়ে হেঁটে অন্যান্য আইয়াপ্পা ভক্তের মতোই মন্দির পরিদর্শনে আসবেন।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...