Thursday, August 21, 2025

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

Date:

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে জোর কদমে। মন্দিরের দায়িত্বে থাকা ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (TDB) জানিয়েছে, ১৯ মে রাষ্ট্রপতি এই মন্দিরে আসবেন। যা একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে সূচিত হতে চলেছে। এর আগে কোনও মহিলা রাষ্ট্রপতি (President of India) তো নয়ই, গণতান্ত্রিক দেশের কোনও রাষ্ট্রপতিই এই মন্দিরে পা রাখেননি।

শবরীমালা মন্দিরটি ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে এখনও বিতর্কের শেষ নেই। রীতি অনুসারে, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এখনও এই মন্দিরে প্রবেশ নিষেধ। যদিও ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয়। কিন্তু এখানেই বিতর্ক শেষ নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে সনাতন ধর্ম ও সংস্কৃতির বিরোধী বলে দাবি করে বেশ কিছু কট্টর হিন্দু সংগঠন। ফলে স্বভাবতই, দেশের প্রথম রাষ্ট্রপতি (President of India) হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত পরিস্থিতির বদল আনবে বলে মনে করা হচ্ছে।

১৮ মে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (Draupadi Murmu) সেন্ট থমাস কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কোট্টায়ামে পৌঁছবেন। পরের দিন ১৯ মে মন্দিরের কাছে নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন। তারপর দুটি বিকল্প থাকবে। এক, তাঁকে ট্রেক করে পাহাড়ের উপর এই শবরীমালা (Sabarimala temple) দর্শন করতে হবে। এছাড়াও তাঁকে জরুরি প্রয়োজনে ব্যবহৃত রাস্তা দিয়ে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। তবে মন্দির কর্তৃপক্ষ প্রত্যাশা করছেন, রাষ্ট্রপতি পায়ে হেঁটে অন্যান্য আইয়াপ্পা ভক্তের মতোই মন্দির পরিদর্শনে আসবেন।

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...
Exit mobile version