Saturday, November 8, 2025

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

Date:

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে জোর কদমে। মন্দিরের দায়িত্বে থাকা ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (TDB) জানিয়েছে, ১৯ মে রাষ্ট্রপতি এই মন্দিরে আসবেন। যা একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে সূচিত হতে চলেছে। এর আগে কোনও মহিলা রাষ্ট্রপতি (President of India) তো নয়ই, গণতান্ত্রিক দেশের কোনও রাষ্ট্রপতিই এই মন্দিরে পা রাখেননি।

শবরীমালা মন্দিরটি ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে এখনও বিতর্কের শেষ নেই। রীতি অনুসারে, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এখনও এই মন্দিরে প্রবেশ নিষেধ। যদিও ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয়। কিন্তু এখানেই বিতর্ক শেষ নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে সনাতন ধর্ম ও সংস্কৃতির বিরোধী বলে দাবি করে বেশ কিছু কট্টর হিন্দু সংগঠন। ফলে স্বভাবতই, দেশের প্রথম রাষ্ট্রপতি (President of India) হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত পরিস্থিতির বদল আনবে বলে মনে করা হচ্ছে।

১৮ মে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (Draupadi Murmu) সেন্ট থমাস কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কোট্টায়ামে পৌঁছবেন। পরের দিন ১৯ মে মন্দিরের কাছে নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন। তারপর দুটি বিকল্প থাকবে। এক, তাঁকে ট্রেক করে পাহাড়ের উপর এই শবরীমালা (Sabarimala temple) দর্শন করতে হবে। এছাড়াও তাঁকে জরুরি প্রয়োজনে ব্যবহৃত রাস্তা দিয়ে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। তবে মন্দির কর্তৃপক্ষ প্রত্যাশা করছেন, রাষ্ট্রপতি পায়ে হেঁটে অন্যান্য আইয়াপ্পা ভক্তের মতোই মন্দির পরিদর্শনে আসবেন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version