Saturday, November 8, 2025

ওয়াকফ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্য ২৮০ পরিবারকে

Date:

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) হিংসার ঘটনার পরে পরিস্থিতিত বর্তমানে স্বাভাবিক। স্থানীয় মানুষকে হিংসায় কোনওভাবে প্রভাবিত না হওয়ার বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তিনি নিজেই সামশেরগঞ্জে হিংসা কবলিত এলাকার মানুষের কাছে। নিজে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে শুনলেন তাঁদের সমস্যার কথা। সেই সঙ্গে তুলে দিলেন সরকারি সাহায্য়ও।

মঙ্গলবার বহরমপুর থেকে সামশেরগঞ্জ (Samsherganj) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বিডিও অফিসে তাঁর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে একদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কথা শোনেন তিনি। সেই সঙ্গে তাঁদের সরকারি সাহায্যের কাজ কতটা এগিয়েছে তা নিয়েও প্রশাসনের সঙ্গে কথা বলেন।

ইতিমধ্যেই রাজ্য়ের প্রশাসন সামশেরগঞ্জের সব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সাহায্য পৌঁছে দেওয়ার কাজ করছে। সুতির (Suti) সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে সেই সাহায্যের উল্লেখ করে মুখ্য়মন্ত্রী জানান, সকলেই ধূলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় ৪০০ টি পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি। তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার সাহায্য তুলে দিয়েছে। আজ আমি নিজে আমার উপস্থিতিতে ২৮০ টি পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে চেক দিয়ে এলাম।

সেই সঙ্গে তিনি আরও সাহায্যের বিষয়ে জানান, যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন (term loan) পাবে। সিডিউল কাস্টদের এসসি (SC) কমিশন ও মাইনরিটিদের মাইনরিটি কমিশন দেবে। তবে জাফরাবাদের নিহত দাস পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁরা আগেই কলকাতা চলে গিয়েছেন। ফলে সেই পরিবারের সঙ্গে দেখা হয়নি মুখ্যমন্ত্রীর। তবে সুতির পরিষেবা প্রদান মঞ্চ থেকে হিংসায় নিহত অন্য এক পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য় তুলে দেন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version