Tuesday, August 26, 2025

ওয়াকফ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্য ২৮০ পরিবারকে

Date:

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) হিংসার ঘটনার পরে পরিস্থিতিত বর্তমানে স্বাভাবিক। স্থানীয় মানুষকে হিংসায় কোনওভাবে প্রভাবিত না হওয়ার বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তিনি নিজেই সামশেরগঞ্জে হিংসা কবলিত এলাকার মানুষের কাছে। নিজে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে শুনলেন তাঁদের সমস্যার কথা। সেই সঙ্গে তুলে দিলেন সরকারি সাহায্য়ও।

মঙ্গলবার বহরমপুর থেকে সামশেরগঞ্জ (Samsherganj) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বিডিও অফিসে তাঁর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে একদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কথা শোনেন তিনি। সেই সঙ্গে তাঁদের সরকারি সাহায্যের কাজ কতটা এগিয়েছে তা নিয়েও প্রশাসনের সঙ্গে কথা বলেন।

ইতিমধ্যেই রাজ্য়ের প্রশাসন সামশেরগঞ্জের সব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সাহায্য পৌঁছে দেওয়ার কাজ করছে। সুতির (Suti) সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে সেই সাহায্যের উল্লেখ করে মুখ্য়মন্ত্রী জানান, সকলেই ধূলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় ৪০০ টি পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি। তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার সাহায্য তুলে দিয়েছে। আজ আমি নিজে আমার উপস্থিতিতে ২৮০ টি পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে চেক দিয়ে এলাম।

সেই সঙ্গে তিনি আরও সাহায্যের বিষয়ে জানান, যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন (term loan) পাবে। সিডিউল কাস্টদের এসসি (SC) কমিশন ও মাইনরিটিদের মাইনরিটি কমিশন দেবে। তবে জাফরাবাদের নিহত দাস পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁরা আগেই কলকাতা চলে গিয়েছেন। ফলে সেই পরিবারের সঙ্গে দেখা হয়নি মুখ্যমন্ত্রীর। তবে সুতির পরিষেবা প্রদান মঞ্চ থেকে হিংসায় নিহত অন্য এক পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য় তুলে দেন।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version