Wednesday, May 7, 2025

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

Date:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার মুর্শিদাবাদ থেকে লেখা ওই চিঠিতে তিনি বাংলার শ্রমিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন।

মঙ্গলবার মুর্শিদাবাদের ছাবঘাটি এলাকায় জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সব রাজ্যকে বলি রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। রাজধর্ম পালন করতে হবে। বাংলার বাইরে ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললেই মারা হচ্ছে— এটা কেমন আচরণ?” মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার দেড় কোটি পরিযায়ী শ্রমিক যদি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, তাহলে আমাদের শ্রমিকদের গায়ে হাত তোলা চলবে না।”

নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই দ্রুত পদক্ষেপ নেন মুখ্যসচিব। তাঁর পাঠানো চিঠিতে মূলত ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে ঘটে চলা ঘটনার উল্লেখ রয়েছে। চিঠিতে জানানো হয়েছে, বাংলার শ্রমিকরা ওইসব রাজ্যে কাজ করতে গিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন। পরিচয়পত্র দেখালেও অনেক সময় তাঁদের আটকে রাখা হচ্ছে, কাজ করতেও দেওয়া হচ্ছে না।

চিঠিতে মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, ভারতের সংবিধান অনুযায়ী, দেশের যেকোনো নাগরিকের যে কোনও প্রান্তে কাজ করার অধিকার আছে। পশ্চিমবঙ্গেও বহু ভিনরাজ্যের শ্রমিক এসে নিশ্চিন্তে কাজ করেন, তাঁদের কোনও বাধা দেওয়া হয় না। তাই বাংলার শ্রমিকদের সুরক্ষার দাবিতে কেন্দ্রের তৎপর হস্তক্ষেপ প্রয়োজন। এ প্রসঙ্গে পরিযায়ী উন্নয়ন কমিটিও বিষয়টি নজরে রেখেছে বলে জানানো হয়েছে। রাজ্যের তরফে এই উদ্যোগকে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version