মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত হয় গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA)-র উদ্যোগে। এবারের থিম ছিল— “Empowering People with Asthma”।
রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই দিনটি উপলক্ষে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। জেলায় জেলায় বিনামূল্যে হাঁপানি পরীক্ষা এবং ফুসফুসের কার্যকারিতা যাচাইয়ের শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি, হাঁপানি রোগে আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও জীবনধারার পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের মতে, হাঁপানি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ হলেও এখনও বহু মানুষ এতে সচেতন নন। তাই এই ধরনের দিবস পালনের মাধ্যমে জনসাধারণকে তথ্য ও সহায়তা দেওয়াই মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে, হাঁপানি নিয়ন্ত্রণে ওষুধের সঠিক ব্যবহার, দূষণ থেকে সুরক্ষা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
আরও পড়ুন- ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের
_
_
_
_
_
_
_
_
_
_
_
_