Tuesday, November 4, 2025

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

Date:

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর (Operation Sindoor)৷ পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে (Indian army attacks terrorist base in Pakistan)। এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে। বুধবার (৭মে) এই ডিসিশন স্ট্রাইক এর বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতেই শুরু হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশনে প্রথম টার্গেট করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদকে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুজাফফরাবাদ এবং তার আশপাশের এলাকায়। ভারতের মিসাইল হানার পরই পাকিস্তান ৪৮ ঘন্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এছাড়া পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরে তিনটি বড় বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মূল লক্ষ্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। সেইমতো লস্কর-ই-তৈবা এবং জইশ-ই মহম্মদের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে যায়।বুধবার (৭মে) এই ডিসিশন স্ট্রাইক এর বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version