Saturday, November 8, 2025

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

Date:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার মুর্শিদাবাদ থেকে লেখা ওই চিঠিতে তিনি বাংলার শ্রমিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন।

মঙ্গলবার মুর্শিদাবাদের ছাবঘাটি এলাকায় জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সব রাজ্যকে বলি রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। রাজধর্ম পালন করতে হবে। বাংলার বাইরে ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললেই মারা হচ্ছে— এটা কেমন আচরণ?” মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার দেড় কোটি পরিযায়ী শ্রমিক যদি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, তাহলে আমাদের শ্রমিকদের গায়ে হাত তোলা চলবে না।”

নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই দ্রুত পদক্ষেপ নেন মুখ্যসচিব। তাঁর পাঠানো চিঠিতে মূলত ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে ঘটে চলা ঘটনার উল্লেখ রয়েছে। চিঠিতে জানানো হয়েছে, বাংলার শ্রমিকরা ওইসব রাজ্যে কাজ করতে গিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন। পরিচয়পত্র দেখালেও অনেক সময় তাঁদের আটকে রাখা হচ্ছে, কাজ করতেও দেওয়া হচ্ছে না।

চিঠিতে মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, ভারতের সংবিধান অনুযায়ী, দেশের যেকোনো নাগরিকের যে কোনও প্রান্তে কাজ করার অধিকার আছে। পশ্চিমবঙ্গেও বহু ভিনরাজ্যের শ্রমিক এসে নিশ্চিন্তে কাজ করেন, তাঁদের কোনও বাধা দেওয়া হয় না। তাই বাংলার শ্রমিকদের সুরক্ষার দাবিতে কেন্দ্রের তৎপর হস্তক্ষেপ প্রয়োজন। এ প্রসঙ্গে পরিযায়ী উন্নয়ন কমিটিও বিষয়টি নজরে রেখেছে বলে জানানো হয়েছে। রাজ্যের তরফে এই উদ্যোগকে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version