প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় কলকাতা। সার্বিকভাবে পাশের হারে এগিয়ে ছাত্ররা। প্রথম হয়েছেন বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল (Rupayan Paul) প্রাপ্ত নম্বর ৪৯৭। অর্থাৎ ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। পরীক্ষার রেজাল্ট দেখার পাশাপাশি কাশ্মীরে ভারতীয় সেনার এই প্রত্যাঘাতে নিজের প্রতিক্রিয়া দিতেও ভোলেননি। স্পষ্ট জানাচ্ছেন, এভাবেই জবাব দিতে হবে। দ্বিতীয় তুষার দেবনাথ কোচবিহারের বাসিন্দা, প্রাপ্ত নম্বর ৪৯৬। বাবার সবজির দোকান। কিন্তু ছেলের পড়াশোনার জন্য প্রাণপাত করতে রাজি তিনি। তুষারের স্বপ্ন বিজ্ঞানী হওয়া। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পড়তে চান তিনি। আর্থিক অনটনে ছেলের ভবিষ্যৎ বিঘ্নিত হবে নাতো, চিন্তায় কৃতির বাবা। আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী (Rajarshi Adhikari) ৪৯৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। মেধাতালিকায় চতুর্থ এবং রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়ার সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল (৪৯৪)। তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী দুজনেই ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন উচ্চমাধ্যমিকে এ বছর প্রথম দশে হুগলি থেকে রয়েছেন ১৪ জন। কলকাতা থেকে চার জন পরীক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন ৬ জন পরীক্ষার্থী। পাঁচজন ছাত্র এবং একজন ছাত্রী। ষষ্ঠ স্থানে ৮ জন, সপ্তমে ১১ জন, অষ্টম স্থানে রয়েছেন ১৬ জন। নবম এবং দশম স্থান অধিকার করেছেন যথাক্রমে ১৭ এবং ১০ জন ছাত্র-ছাত্রী। নতুন শিক্ষাবর্ষে মোট চারটি সিমেস্টারে উচ্চ মাধ্যমিক হবে। একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম ও দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা হয়েছে। দ্বাদশ শ্রেণিতে তৃতীয় ও চতুর্থ সিমেস্টারের পরীক্ষা হবে। চলতি বছরেই তৃতীয় সিমেস্টারের পরীক্ষা হবে। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তারিখ ঘোষণা করে দেন। ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মোট ১২ দিন পরীক্ষা চলবে। চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। চতুর্থ সিমেস্টারের পরীক্ষা চলাকালীন প্রথম ও তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোকেশন্যাল বিষয় ছাড়া সব বিষয়ের প্রথম সিমেস্টারের পরীক্ষা হবে। তৃতীয় সিমেস্টারের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–