মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত কুপোকাত পাকিস্তান। আর তাতেই উচ্ছ্বসিত ভারতীয় কিংবদন্তী সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। বুধবার সকালেই সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। শুধু তিনিই নন, সোশ্যাল মিডিয়ায় সেই মিসাইল হানার ভিডিও পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার শিখর ধওয়ান(Shikhar Dhawan)।
পহেলগামে(Pahalgam) ভয়ঙ্কর জঙ্গি হানা। সেই ঘটনার পর থেকেই সন্ত্রাস দমনের বার্তা দিয়েছিল ভারত। সেই থেকেই ফুঁসছিল গোটা দেশ। প্রত্যাঘ্যাতের বার্তা সেই সময় থেকেই পাওয়া গিয়েছিল। মঙ্গলবার মাঝরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিতে আঁছড়ে পড়ল একের পর এক মিসাইল। আর তাতেই কার্যত বিধ্বস্ত পাকিস্তান। যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। সেই খবর জানার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা দিয়েছে উচ্ছ্বাস। বদলা নেওয়ার কথাও শোনাযাচ্ছে অনেকের মুখে। সেখানেই এবার টুইট করলেন সচিন তেন্ডুলকর।
সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) টুইট করে জানিয়েছেন, “ভয়হীন সংঘবদ্ধতা । শক্তিতে বাধনহারা। ভারতের ঢাল তাঁর নাগরিকরাই। এই বিশ্বে সন্ত্রাসের কোনওরকম জায়গা নেই। আমরা একটা দল”।
Fearless in unity. Boundless in strength. India’s shield is her people. There’s no room for terrorism in this world. We’re ONE TEAM!
Jai Hind 🇮🇳#OperationSindoor
— Sachin Tendulkar (@sachin_rt) May 7, 2025
শিখর ধওয়ান আবার লিখেছেন, “যা বলা হয়েছিল তাই হল। জাস্টিস সার্ভড। ভারত মাতার জয়”।
সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গী ঘাটিতে মিসাইল হানা চালিয়েছে ভারতীয় সেনা বাহিনী। পহেলগামে যে নৃশংশ ঘটনা ঘটিয়েছিলেন জঙ্গীরা, তাতেই প্রাণ হারিয়েছিল ২৬ জন সাধারণ নাগরিক। ভারতের অন্যান্য ক্রীড়াবিদরাও সেনাবাহীনির এই সাফল্যকে কুর্ণিশ জানিয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–