চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম স্থান অধিকার করেছেন পাঠভবন স্কুলের ছাত্র তথাগত রায় (Tathagata Roy) এবং পর্ণশ্রী বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তী (Ankit Chakraborty)। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯০। রাজ্যের নিরিখে অষ্টম স্থানে এ বছর ১৬ জন পরীক্ষার্থীর নাম রয়েছে। নবম স্থানে কলকাতা দুটি স্কুল জায়গা করে নিয়েছে। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় (Saunak Banerjee)এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত (Sreejita Dutta) ৪৮৯ নম্বর পেয়েছেন। নবম স্থানে ১৭ জন পরীক্ষার্থী রয়েছেন বলে মেধা তালিকায় প্রকাশ করা হয়েছে।

এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯০.৭৯ শতাংশ। শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় কলকাতা। সার্বিকভাবে পাশের হারে এগিয়ে ছাত্ররা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাসের হার ৮৮ শতাংশ সামান্য বেশি। বিজ্ঞান বিভাগের পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগের পাশের হার ৯৭.৫২ শতাংশ এবং কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–