Sunday, November 2, 2025

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

Date:

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯ জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার পর লাইন অফ কন্ট্রোলে (LoC) ফের হামলা শুরু পাকিস্তানের। এখনও পর্যন্ত সেই হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতের ‘অপারেশন সিন্দুর’ আঘাতের পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেছিলেন পাকিস্তান প্রত্যাঘাত করবে। লাইন অফ কন্ট্রোলে তিন ভারতীয় হত্যায় তারই প্রতিফলন। অন্যদিকে ভারতের হামলায় ৮০ থেকে ৯০ জঙ্গির (terrorist) মৃত্যু হলেও পাকিস্তানের দাবি তাদের শিশু ও নারীদের হত্যা করেছে ভারত।

মঙ্গলবার মধ্যরাতে ৯ জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর (Operation Sindoor) এয়ার স্ট্রাইক চালায় ভারত। সেই তথ্য লুকাতে পাকিস্তানের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, বাহওয়ালপুর ও পাকিস্তানের কোটলি, মুজফফরাবাদসহ পাঁচ জায়গায় হামলা চালায় ভারত। হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৮ পাক নাগরিকের। যার মধ্যে শিশু ও মহিলা বেশি। কার্যত জঙ্গি ঘাঁটি (terrorist hide out) ভেঙে জঙ্গি নিধনের সত্যকেই সেই বিবৃতিতে চেপে যাওয়া হয়েছে।

সেই সঙ্গে পাকিস্তানের বিবৃতিতে দাবী করা হয়েছে এই পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে। এরপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তাদের দাবি তারা কোন কোন এলাকায় আঘাত চালাবে তা তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেবে।

অন্যদিকে ভারতের জঙ্গি ঘাঁটি অভিযানে যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তাদের পাকিস্তানের সেনা বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তিনি বিবৃতিতে জানান এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শহিদ আধিকারিক ও জওয়ানদের প্রতি তার গভীর সমবেদনা। যে পাকিস্তান পহেলগাম হামলার (Pahalgam attack) পরেও নিজের দেশে জঙ্গিদের আত্মগোপনে কোন পদক্ষেপ নেয়নি, এবার সেই পাকিস্তানই অপারেশন সিন্দুরের পরে কড়া প্রতিক্রিয়ার বার্তা দিয়েছে।

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version