Saturday, November 1, 2025

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, সীমান্তবর্তী রাজ্যের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরেই রাজ্যবাসীর জন্য মমতার বার্তা, এখন অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা প্ররোচনায় পা দেবেন না।সব সময় নজর রাখব। কোনও ভুয়ো খবর না ছড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারও কোনও খবর দেওয়ার থাকলে সরকারি হেল্প লাইনে জানানো যাবে।

এদিন মুখ্যমন্ত্রী বারবার আতঙ্কিত না হওয়ার এবং আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। বলেন, এটা বিভেদের সময় নয়। সবাই আমরা দেশের পক্ষে। মমতা জানান, সকলের সঙ্গে সকলের যোগাযোগ থাকবে। তবে, চিন্তা করার কোনও কারণ ঘটেনি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হবে। হিংসা-প্ররোচনায় পা দেবেন না। মমতার কথায়, এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সব খবর বিশ্বাস করার দরকার নেই।

মুখ্যমন্ত্রী জানান, যারা বিভ্রান্তি মূলক খবর ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গাইডলাইন জারি হয়েছে। মমতার কথায়, এটা টিআরপি বাড়ানোর লড়াই নয়, দেশের জন্য লড়াই করার সময়। সবাই সাধারণ নাগরিকের দ্বায়িত্ব পালন করব। ভিজিল্যান্স থাকবে। সবাইকে সতর্ক করা হয়েছে। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক থাকবে। পাবলিক ইনফর্মেশন এর জন্য একটা নম্বর চালু হবে। এই সুযোগে যাতে কৃষিপণ্যের দাম না বাড়ানো হয়, সেদিকে নজর রাখা হবে। বৃহস্পতিবার এই বিষয়ে বৈঠক হবে। এটা গোপানীয়তার সময়।

Related articles

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...
Exit mobile version