Saturday, August 23, 2025

আগামী অক্টোবরে কেরালায় মেসির(Lionel Messi) আসা ঘিরে অনিশ্চয়তা। বিশ্বকাপ(Fifa World Cup) জয়ের পর কেরালায় লিওনেল মেসি(Lionel Messi) সহ গোটা আর্জেন্তিনা(Argentina) দলের আসার কথা। কিন্তু হঠাত্ই মেসিদের আসা ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শোনাযাচ্ছে আর্থিক সমস্যাই নাকি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কেরালা(Kerala) সরকারের। আর সেই কারণেই নাকি ঘোষণা হওয়ার পরও লিওনেল মেসিকে(Lionel Messi) দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।

তিরুবন্তপুরমে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমন ঘোষণা করেছিলেন যে ২০২৫ সালেই মেসি সহ বিশ্বকাপ(Fifa World Cup) জয়ী আর্জেন্তিনা দল আসতে চলেছেন কেরালাতে। সেই খবর শোনার পর থেকেই ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। শুধু সফরই নয়, কেরালায় আর্জেন্তিনার(Argentina) একটি প্রদর্শনী ম্যাচ খেলারও কথা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা নাকি এখন কার্যত বিশ বাও জলে। কারণটা হল আর্থিক সংকট।

সব মিলিয়ে প্রায় সাত দিন কেরালায় থাকার কথা ছিল লিওনেল মেসিদের(Lionel Messi)। সেখানে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি আরও নানান পাবলিক মিটিংয়ের কথা ছিল মেসির। কিন্তু এখন শোনাযাচ্ছে মেসি সহ গোটা আর্জেন্তিনা দলকে নিয়ে আসতে যে পরিমান খরচ হওয়ার কথা ছিল তা নাকি জোগার করা সম্ভব হয়নি। শুধুমাত্র তাই নয় মেসিদের আনার জন্য যে চুক্তি হয়েছিল সেই সময়ও নাকি পেড়িয়ে গিয়েছে। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। যদিও চেষ্টা এখনও চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু শেষপর্যন্ত আদৌ মেসিদের আসা হয় কিনা সেটাই দেখার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version