Saturday, August 23, 2025

ভারতের(India) প্রত্যাঘাত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে(Rawalpindi Stadium) অনিশ্চিত পিএসএলের(PSL) ম্যাচ। বৃহস্পতিবার ভোররাতেই পাকিস্তানের মিসাইল হানাকে আটকে দেয় ভারতের অ্যান্টি মিসাইল সিস্টেম। এরপরই প্রত্যাঘাত করে ভারত। এবার প্রত্যাঘাত হয় ড্রোন দিয়ে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের(Rawalpindi Stadium) সামনেই হামলা চালায় ড্রোন। আর তাতেই কার্যত অনিশ্চিতের পথে পিএসএলের ম্যাচ। কয়েক ঘন্টা পরই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা পেশওয়াল জালমি বনাম করাচি কিংস(Karachi Kings)। কিন্তু সেই ম্যাচ আদৌ এবার হবে কিনা তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শোনাযাচ্ছে গোটা পিএসএলটাই নাকি এবার রাওয়ালপিন্ডি থেকে সরে যেতে চলেছে করাচিতে। পহেলগামে জঙ্গীদের নৃশংশ ঘটনা। ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করে তারা। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রত্যাঘাতের প্রস্তুতি। মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তানের মাটিতে ৯ জঙ্গী ঘাটির ওপর মিসাইল হানা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। আর তাতেই বিধ্বস্ত অবস্থা হয়েছিল পাকিস্তানের।

যদিও পাল্টা আক্রমণ চালাতে গিয়েছল পাক বাহিনীও। কিন্তু ভারতের এয়ার মিসাইল সিস্টেমের কাছে আটকে যায় পাকিস্তানের আকাশপথে করা সমস্ত আক্রমণের পরিকল্পনা। এরপরই ভারতের প্রত্যাঘাত। এবার ড্রোন হামলা। বেশ কয়েকটি জায়গার সঙ্গে রাওয়াল পিন্ডিতেও হামলা হয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনে সেই হামলা হওয়ার পর থেকেই ম্যাচ সরে যাওয়া নিয়ে শুরু গিয়েছে জল্পনা।

শোনাযাচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনেই একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই সেখানে পিএসএলের ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু এই ঘটনার পর আর কোনওরকম ঝুঁকি নিতে পারছে না পাকিস্তান। ক্রমশই ভয়ে যেন পিছিয়ে যাচ্ছে পাক বাহিনী।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version