Thursday, May 8, 2025

আগামী অক্টোবরে কেরালায় মেসির(Lionel Messi) আসা ঘিরে অনিশ্চয়তা। বিশ্বকাপ(Fifa World Cup) জয়ের পর কেরালায় লিওনেল মেসি(Lionel Messi) সহ গোটা আর্জেন্তিনা(Argentina) দলের আসার কথা। কিন্তু হঠাত্ই মেসিদের আসা ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শোনাযাচ্ছে আর্থিক সমস্যাই নাকি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কেরালা(Kerala) সরকারের। আর সেই কারণেই নাকি ঘোষণা হওয়ার পরও লিওনেল মেসিকে(Lionel Messi) দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।

তিরুবন্তপুরমে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমন ঘোষণা করেছিলেন যে ২০২৫ সালেই মেসি সহ বিশ্বকাপ(Fifa World Cup) জয়ী আর্জেন্তিনা দল আসতে চলেছেন কেরালাতে। সেই খবর শোনার পর থেকেই ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। শুধু সফরই নয়, কেরালায় আর্জেন্তিনার(Argentina) একটি প্রদর্শনী ম্যাচ খেলারও কথা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা নাকি এখন কার্যত বিশ বাও জলে। কারণটা হল আর্থিক সংকট।

সব মিলিয়ে প্রায় সাত দিন কেরালায় থাকার কথা ছিল লিওনেল মেসিদের(Lionel Messi)। সেখানে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি আরও নানান পাবলিক মিটিংয়ের কথা ছিল মেসির। কিন্তু এখন শোনাযাচ্ছে মেসি সহ গোটা আর্জেন্তিনা দলকে নিয়ে আসতে যে পরিমান খরচ হওয়ার কথা ছিল তা নাকি জোগার করা সম্ভব হয়নি। শুধুমাত্র তাই নয় মেসিদের আনার জন্য যে চুক্তি হয়েছিল সেই সময়ও নাকি পেড়িয়ে গিয়েছে। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। যদিও চেষ্টা এখনও চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু শেষপর্যন্ত আদৌ মেসিদের আসা হয় কিনা সেটাই দেখার।

Related articles

যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা: কলকাতা পুরসভার সব কর্মীর ছুটি বাতিল! জারি নির্দেশিকা 

পেহেলগাম হামলার জেরে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে তৈরি হওয়া যুদ্ধসদৃশ পরিস্থিতিতে কলকাতা পুরসভা জারি করল কড়া নির্দেশিকা।...

কালো ধোঁয়া সিস্টিন চ্যাপেলে! প্রথমদফায় সম্পূর্ণ হল না পোপ নির্বাচন 

শেষ পোপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই নতুন পোপ নির্বাচন করা হয় ভ্যাটিকান সিটিতে। অত্যন্ত গোপনীয়তা মেনে নির্বাচন করা...

মুরগির দাম কমাতে বাজারে হাঁসের মাংস বিক্রিতে জোর মুখ্যমন্ত্রীর

রাজ্যের বাজারে ভ্যারাইটি নিয়ে আসতে হবে। মুরগির মাংসের পাশাপাশি হাঁসের মাংস আনতে হবে। বৃহস্পতিবার জরুরি পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি...

রোহিতের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রাজীব শুক্লা

রোহিত শর্মার(Rohit Sharma) অবসরের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajiv Shukla)। এটা যে সম্পূর্ণ...
Exit mobile version