Sunday, November 2, 2025

আগামী অক্টোবরে কেরালায় মেসির(Lionel Messi) আসা ঘিরে অনিশ্চয়তা। বিশ্বকাপ(Fifa World Cup) জয়ের পর কেরালায় লিওনেল মেসি(Lionel Messi) সহ গোটা আর্জেন্তিনা(Argentina) দলের আসার কথা। কিন্তু হঠাত্ই মেসিদের আসা ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শোনাযাচ্ছে আর্থিক সমস্যাই নাকি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কেরালা(Kerala) সরকারের। আর সেই কারণেই নাকি ঘোষণা হওয়ার পরও লিওনেল মেসিকে(Lionel Messi) দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।

তিরুবন্তপুরমে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমন ঘোষণা করেছিলেন যে ২০২৫ সালেই মেসি সহ বিশ্বকাপ(Fifa World Cup) জয়ী আর্জেন্তিনা দল আসতে চলেছেন কেরালাতে। সেই খবর শোনার পর থেকেই ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। শুধু সফরই নয়, কেরালায় আর্জেন্তিনার(Argentina) একটি প্রদর্শনী ম্যাচ খেলারও কথা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা নাকি এখন কার্যত বিশ বাও জলে। কারণটা হল আর্থিক সংকট।

সব মিলিয়ে প্রায় সাত দিন কেরালায় থাকার কথা ছিল লিওনেল মেসিদের(Lionel Messi)। সেখানে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি আরও নানান পাবলিক মিটিংয়ের কথা ছিল মেসির। কিন্তু এখন শোনাযাচ্ছে মেসি সহ গোটা আর্জেন্তিনা দলকে নিয়ে আসতে যে পরিমান খরচ হওয়ার কথা ছিল তা নাকি জোগার করা সম্ভব হয়নি। শুধুমাত্র তাই নয় মেসিদের আনার জন্য যে চুক্তি হয়েছিল সেই সময়ও নাকি পেড়িয়ে গিয়েছে। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। যদিও চেষ্টা এখনও চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু শেষপর্যন্ত আদৌ মেসিদের আসা হয় কিনা সেটাই দেখার।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version