Friday, May 9, 2025

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে স্টোডিয়াম ছাড়ার অনুরোধ করলেন খোদ আইপিএল(IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। কার্যত ফ্লাডলাইট(Floodlight) সমস্যা হওয়ার জন্যই শেষপর্যন্ত ম্যাচত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই(BCCI)। যদিও ম্যাচ স্থগিতের পিছনে আরও অন্যান্য কোনও কারণ আছে কিনা তা অবশ্য এখনই বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।

এদিন ধরমশালায় দিল্লি ক্যাপিটালসের(DC) বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস(PBKS)। বৃষ্টির জন্য এমনিতেই খেলা প্রায় এক ঘন্টা দেরীতে শুরু হয়েছিল। কিন্তু ম্যাচ ১০ ওভার পর্যন্ত গড়াতেই সমস্যা দেখাস দেখা দিয়েছিল ধরমশালার(Dharamshala) ফ্লাড লাইটে। এরপরই আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত খেলা পরিত্যক্তই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল পঞ্জাবের কিংস বাহিনী। প্রিয়াংশ আরিয়ার ৭০ রান এবং প্রভসিমরণ সিংয়ের ৫০ রানে ভর করে ১০ ওভার ১ বলেই ১২২ রানে পৌঁছে গিয়েছিল পঞ্জাব কিংস। এরপরই মাঠের ফ্লাডলাইটের সমস্যা দেখা দেয়। খেলা বন্ধ করে দেওয়া হয় তখন।

সেই সময়ই অবশ্য ধরমশালা থেকে কিছুটা দূরে জম্মু ও পাঠানকোটে এয়ার রেডে অ্যালার্ট জারি হয়। এরপরই অবশ্য ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। এরপরি সমর্থকদের মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কোনওরকম প্যানিক অবশ্য সেখানে ছিল নাষ নির্বিঘ্নেই পুরো পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল। শুধু তাই নয় এরপর মাঠে অরুণ ধুমালকেও দেখা যায় সমর্থকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করতে।

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...
Exit mobile version