দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে আপোষ নয়! RSS-এর কাছে জানালেন দিলীপ

Date:

Share post:

পর পর দুদিন সল্টলেকের বিজেপি অফিসে সাংগঠনিক বৈঠক। কিন্তু তাতে ডাক পাননি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উল্টে তাঁর বিরুদ্ধে দিল্লির নেতাদের কানভারি করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে গেরুয়া শিবিরের বর্তমান দলবদলু নেতাদের আক্রমণকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ। পুরনো ঘর আরএসএসের কাছে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সূত্রের খবর, নিজের চেনা ফর্মেই থাকবেন। RSS-র শীর্ষ নেতৃত্বকে কার্যত এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি। মুখ‌্যমন্ত্রীর আমন্ত্রণে সৌজন্য দেখিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছেন বঙ্গ বিজেপির দলবদলুরা নেতারা। পাল্টা তাঁদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন দিলীপ। ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে কথা বলতে বঙ্গের নেতাদের বারণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই বিতর্কে হস্তক্ষেপ করে দিলীপের সঙ্গে বিস্তারিত কথা বললেন  আরএসএসের শীর্ষ নেতৃত্ব।

রাজ্য আরএসএসের সদর দফতর কেশব ভবনে বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি গিয়েছিলেন বলে সূত্রের খবর। সেখানে বঙ্গের গেরুয়া শিবিরের দলবদলু নেতাদের সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন একসময়ের আরএসএসের প্রচারক। বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করেছে, তাঁদের বোঝানোর জন‌্য আরএসএসকেই বলেছেন দিলীপ। আগামী দিনে নিজের রাজনৈতিক অবস্থানও জানিয়ে এসেছেন তিনি। দিলীপের স্পষ্ট মত, আরএসএসই একসময় তাঁকে বিজেপিতে পাঠিয়েছিল। তারা যদি চায় তাহলে তাঁকে ফিরিয়ে নিক। কিন্তু দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে তিনি আপোষ করবেন না- অবস্থান স্পষ্ট করেছেন দিলীপ।

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: শীঘ্র খুলবে দুধিয়া সেতু, জানাচ্ছে প্রশাসন

দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান...

সময়সীমা পার: বিজেপির সরকার বাংলাদেশ থেকে ফেরালো না বাঙালিদের, সরব তৃণমূল

আদালতের নির্দেশ উপেক্ষা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাঙালিদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিল না কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলা...

পার্ক স্ট্রিটের হোটেলে রহস্যমৃত্যু, বক্স খাটে মিলল যুবকের পচাগলা দেহ

শুক্রবার সকালে পার্ক স্ট্রিটের (Park Street in Kolkata) একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের পচাগলা দেহ।...

কেন্দ্রীয় মন্ত্রী-আমলাদের সঙ্গে ছবি দিয়ে হুগলিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র! ধৃত ৫

কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে ছবি দিয়ে রেলে চাকরি দেওয়ার নামে বড়সড়ো প্রতারণা চক্রের পর্দা ফাঁস। হুগলির (Hooghly)...