Wednesday, August 13, 2025

দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে আপোষ নয়! RSS-এর কাছে জানালেন দিলীপ

Date:

Share post:

পর পর দুদিন সল্টলেকের বিজেপি অফিসে সাংগঠনিক বৈঠক। কিন্তু তাতে ডাক পাননি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উল্টে তাঁর বিরুদ্ধে দিল্লির নেতাদের কানভারি করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে গেরুয়া শিবিরের বর্তমান দলবদলু নেতাদের আক্রমণকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ। পুরনো ঘর আরএসএসের কাছে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সূত্রের খবর, নিজের চেনা ফর্মেই থাকবেন। RSS-র শীর্ষ নেতৃত্বকে কার্যত এমনটাই জানিয়ে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি। মুখ‌্যমন্ত্রীর আমন্ত্রণে সৌজন্য দেখিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছেন বঙ্গ বিজেপির দলবদলুরা নেতারা। পাল্টা তাঁদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন দিলীপ। ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে কথা বলতে বঙ্গের নেতাদের বারণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই বিতর্কে হস্তক্ষেপ করে দিলীপের সঙ্গে বিস্তারিত কথা বললেন  আরএসএসের শীর্ষ নেতৃত্ব।

রাজ্য আরএসএসের সদর দফতর কেশব ভবনে বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি গিয়েছিলেন বলে সূত্রের খবর। সেখানে বঙ্গের গেরুয়া শিবিরের দলবদলু নেতাদের সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন একসময়ের আরএসএসের প্রচারক। বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করেছে, তাঁদের বোঝানোর জন‌্য আরএসএসকেই বলেছেন দিলীপ। আগামী দিনে নিজের রাজনৈতিক অবস্থানও জানিয়ে এসেছেন তিনি। দিলীপের স্পষ্ট মত, আরএসএসই একসময় তাঁকে বিজেপিতে পাঠিয়েছিল। তারা যদি চায় তাহলে তাঁকে ফিরিয়ে নিক। কিন্তু দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে তিনি আপোষ করবেন না- অবস্থান স্পষ্ট করেছেন দিলীপ।

 

 

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...