পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন পরিস্থিতিতে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির ২৮টি বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তেজনার আঁচ এসে পড়েছে কলকাতাতেও। এবার হাই-অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।
বৃহস্পতিবার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, এয়ারপোর্ট অথরিটি এবং বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সিআইএসএফ-এর ডিআইজি। বৈঠকের পরই একগুচ্ছ কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল করা হয়েছে সিআইএসএফ জওয়ান থেকে শুরু করে অন্যান্য কর্মীদের সমস্ত ছুটি। এমনকি যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে নামিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢোকা ও বেরনোর গেটের বাইরে গাড়ি দাঁড় করানো নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার খাতিরে বিমানবন্দরের চারপাশে চলছে কড়া নজরদারি। সিআইএসএফ আধিকারিকরা সন্দেহজনক কোনও কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন।
সাম্প্রতিক উত্তেজনার আবহে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতা, জানিয়েছেন আধিকারিকরা। বিমানবন্দরে প্রবেশ থেকে বোর্ডিং পর্যন্ত প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কোনও ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন – সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল
_
_
_
_
_
_
_
_
_
_