Saturday, May 10, 2025

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল(IPL)। সম্প্রতি ভারত-পাক অশান্ত পরিবেশের জেরেই নিরাপত্তার খাতিরে আগে থেকেই ব্যাবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের(BCCI)। বৃহস্পতিবার পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালসের(DC) ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। অবশেষে শুক্রবার সকালেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল  ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত স্থগিত আইপিএল(IPL)। পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড(BCCI)।

গত বৃহস্পতিবার ধরমশালায় মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস(PBKS) এবং দিল্লি ক্যাপিটালস(DC)। কার্যত ফ্লাডলাইটের সমস্যার জন্যই প্রাথমিকভাবে ম্যাচ বন্ধ রাখা হয়। এরপরই অবশ্য সমর্থকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফ্লাডলাইটের কারণ তো রয়েছেই। সেইসঙ্গে শোনাযাচ্ছে সেই সময় নাকি ধরমশালার কাছেই জম্মু ও পাঠানকোটেই ব্ল্যাক আউটের সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তাজনিত কারণেই নাকি তেমনটা করা হয়েছিল বলো শোনাযাচ্ছিল।

এমনকী আইপিএল(IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুন ধুমাল পর্যন্ত মাঠে নেমে সমর্থকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেন। সেখান থেকেই ক্রিকেটারদেরও অত্যন্ত সন্তর্পণে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদেরও। শোনাযাচ্ছে তাদের নাকি বিশেষ ট্রেনে করেই পঞ্জাব থেকে ফেরানোর ব্যাবস্থা করা হয়েছে। এরপরই শুক্রবার বিশেষ বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা।

আইপিএল নিয়েই ছিল প্রধান আলোচনা। শেষপর্যন্ত আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। ধরমশালায় ৫৮ তম ম্যাচ খেলা হয়েছে। গ্রুপ পর্বের এখন আর ১২টি ম্যাচ বাকি রয়েছে। সেইসঙ্গে রয়েছে চারটি প্লেঅফ এবং একটি ফাইনালের ম্যাচ। তবে বাকি ম্যাচ কবে থেকে শুরু হবে তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version