দীর্ঘ বৈঠকের পর অবশেষে আইপিএল(IPL) এক সপ্তাহের জন্য পিছিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই(BCCI)। শুক্রবার সকালেই দীর্ঘ বৈঠক সারেন আইপিএল গভর্নিং কাউন্সিলের(Ipl Governing Council) সদস্যরা। সেখানেই সকলের সঙ্গে কথাবার্তার পর আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। যদিও কবে থেকে শুরু হবে আইপিএলের পরবর্তী ম্যাচ গুলো, সেই তারিখ বোর্ডের তরফে এখনই জানানো হয়নি।

আপাতত ভারত-পাক(IND-PAK) পরিস্থিতির ওপর নজর রেখেছে বিসিসিআই। গত বৃহস্পতিবারই এই উত্তেজক পরিস্থিতির জন্য এবং ব্ল্যাক আউটের জন্য ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরই সমর্থকদের মাঠ ছাড়ার নির্দেশিকা জারি করা হয়েছিল। আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান নিজে মাঠে নেমে সকলকে মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন। এমন পরিস্থিতিতেই আইপিএল(IPL) হওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা।

শুক্রবার তড়িঘড়ি বৈঠকের পরই আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, “প্রত্যেক স্টেক হোল্ডার্সদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্তে আসা হয়েছে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা তাদের দলের ক্রিকেটারদের আবেগ থেকে ঝুঁকি সবকিছু নিয়েই কথা বলেছেন। এছাড়া সমর্থক, ব্রডকাস্টারের কথা ভেবেও এমন সিদ্ধান্ত”।

এখনও পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছি আইপিএলে। গ্রুপ পর্বে বাকি রয়েছে আর মাত্র ১২টি ম্যাচ। এরপরই রয়েছে চারটি প্লেঅফ এবং একটি ফাইনাল। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত হলেও, কোন তারিখ থেকে ফের আইপিএল শুরু হবে তা এখনই জানানো হয়নি।

–

–

–

–
–

–

–
–
–
–
–