এক সপ্তাহের জন্য আইপিএলের বন্ধের সিদ্ধান্ত বিসিসিআই-এর

Date:

Share post:

দীর্ঘ বৈঠকের পর অবশেষে আইপিএল(IPL) এক সপ্তাহের জন্য পিছিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই(BCCI)। শুক্রবার সকালেই দীর্ঘ বৈঠক সারেন আইপিএল গভর্নিং কাউন্সিলের(Ipl Governing Council) সদস্যরা। সেখানেই সকলের সঙ্গে কথাবার্তার পর আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। যদিও কবে থেকে শুরু হবে আইপিএলের পরবর্তী ম্যাচ গুলো, সেই তারিখ বোর্ডের তরফে এখনই জানানো হয়নি।

আপাতত ভারত-পাক(IND-PAK) পরিস্থিতির ওপর নজর রেখেছে বিসিসিআই। গত বৃহস্পতিবারই এই উত্তেজক পরিস্থিতির জন্য এবং ব্ল্যাক আউটের জন্য ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরই সমর্থকদের মাঠ ছাড়ার নির্দেশিকা জারি করা হয়েছিল। আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান নিজে মাঠে নেমে সকলকে মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন। এমন পরিস্থিতিতেই আইপিএল(IPL) হওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা।

শুক্রবার তড়িঘড়ি বৈঠকের পরই আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, “প্রত্যেক স্টেক হোল্ডার্সদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্তে আসা হয়েছে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা তাদের দলের ক্রিকেটারদের আবেগ থেকে ঝুঁকি সবকিছু নিয়েই কথা বলেছেন। এছাড়া সমর্থক, ব্রডকাস্টারের কথা ভেবেও এমন সিদ্ধান্ত”।

এখনও পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছি আইপিএলে। গ্রুপ পর্বে বাকি রয়েছে আর মাত্র ১২টি ম্যাচ। এরপরই রয়েছে চারটি প্লেঅফ এবং একটি ফাইনাল। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত হলেও, কোন তারিখ থেকে ফের আইপিএল শুরু হবে তা এখনই জানানো হয়নি।

spot_img

Related articles

হতাশাজনক পারফরম্যান্স, মাঠ ছাড়তেই পিতার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) 'বি' গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে শ্রীলঙ্কা (Sri lanka)। কিন্তু ম্যাচ...

এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

এশিয়া কাপে ( Asia Cup) ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান দল (Pakistan)। ভারতের বিরুদ্ধে হেরে কোনও ক্রমে সুপার...

সুপার ফোরের ম্যাচে হাত মেলাবেন সূর্য-সলমনরা? সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি

এশিয়া কাপে ( Asia Cup) সুপারের ম্যাচে রবিবারের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ( IND vs PAK)। গত রবিবার...

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে হতাশ করলেন নীরজ, আশা জাগালেন সচিন

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে(World Athletics Championships 2025 Final ) জ্যাভেলিনের ফাইনালে নজর ছিল ভারত এবং পাকিস্তানের দুই অ্যাথলিটের দিকে।...