Saturday, January 10, 2026

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

Date:

Share post:

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পরে কার্যত তারই প্রমাণ মিলেছে। পাক হামলায় প্রাণ হারাতে হয়েছে জম্মু ও কাশ্মীরের মানুষকেই। ঘরছাড়াও হয়েছেন সব থেকে বেশি ভূস্বর্গের মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে আশ্রয় শিবিরে থাকা বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই সঙ্গে জানালেন পাকিস্তান এখনও ভারতের নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মতো ঘৃণ্য কাজ করে চলেছে। যার সবথেকে বড় সাক্ষ্য বহন করছে পুঞ্চ (Pooonch)।

শুক্রবার জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ওমর আবদুল্লা (Omar Abdullah)। সেখানে পাক হামলায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, জম্মু হাসপাতালে আহতরা সকলেই পুঞ্চের (Poonch) বাসিন্দা। পুঞ্চের অবস্থা অত্যন্ত গুরুতর। উপমুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি সেখানে পৌঁছালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। বর্তমানে পুঞ্চ থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ করছে সেনা। সেখানে পাক হামলার আশঙ্কা এখনও রয়ে গিয়েছে।

এদিন তিনি সাম্বায় (Samba) আশ্রয় শিবিরে গিয়ে কথা বলেন ঘর ছাড়া বাসিন্দাদের সঙ্গে। কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক জেলা থেকেই বাসিন্দাদের তুলে এনে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এদিন সাম্বার আশ্রয় শিবিরে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় ওমর আবদুল্লাকে। আশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত খাবার থেকে চিকিৎসার সুবিধা রাখা হয়েছে বলে জানান তিনি।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...