পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

Date:

Share post:

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পরে কার্যত তারই প্রমাণ মিলেছে। পাক হামলায় প্রাণ হারাতে হয়েছে জম্মু ও কাশ্মীরের মানুষকেই। ঘরছাড়াও হয়েছেন সব থেকে বেশি ভূস্বর্গের মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে আশ্রয় শিবিরে থাকা বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই সঙ্গে জানালেন পাকিস্তান এখনও ভারতের নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মতো ঘৃণ্য কাজ করে চলেছে। যার সবথেকে বড় সাক্ষ্য বহন করছে পুঞ্চ (Pooonch)।

শুক্রবার জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ওমর আবদুল্লা (Omar Abdullah)। সেখানে পাক হামলায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, জম্মু হাসপাতালে আহতরা সকলেই পুঞ্চের (Poonch) বাসিন্দা। পুঞ্চের অবস্থা অত্যন্ত গুরুতর। উপমুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি সেখানে পৌঁছালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। বর্তমানে পুঞ্চ থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ করছে সেনা। সেখানে পাক হামলার আশঙ্কা এখনও রয়ে গিয়েছে।

এদিন তিনি সাম্বায় (Samba) আশ্রয় শিবিরে গিয়ে কথা বলেন ঘর ছাড়া বাসিন্দাদের সঙ্গে। কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক জেলা থেকেই বাসিন্দাদের তুলে এনে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এদিন সাম্বার আশ্রয় শিবিরে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় ওমর আবদুল্লাকে। আশ্রয় শিবিরগুলিতে পর্যাপ্ত খাবার থেকে চিকিৎসার সুবিধা রাখা হয়েছে বলে জানান তিনি।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...