সবকিছু ঠিকঠাক চললে আগামী দুবছর ইস্টবেঙ্গলেই(Eastbengal) থাকছেন পিভি বিষ্ণু(PV Bishnu)। কয়েকদিন আগেই বিষ্ণুর চলে যাওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না বলেই জানা গিয়েছে। ২০২৬ সাল পর্যন্ত এমনিতেই চুক্তি রয়েছে বিষ্ণুর(PV Bishnu) সঙ্গে। শোনাযাচ্ছে সেই চুক্তির মেয়াদ নাকি আরও দু বছর বাড়িয়ে নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন শুধুই ঘোষণা হওয়ার অপেক্ষা। ইতিমধ্যেই আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

এই মরসুমের আইএসএলে(ISL) ইস্টবেঙ্গলের(Eastbengal) সেরা পারফর্মার পিভি বিষ্ণু। কলকাতা লিগ থেকে ইস্টবেঙ্গল দলে সুযোগ পেলেও নিজেকে প্রমান করেছেন তিনি। তাঁর পারফরম্যান্স শুধু ইস্টবেঙ্গল কোচই নয়, নজর কেড়েছে অন্যান্য ফুটবল ফ্র্যাঞ্চাইজিগুলোরও। কিন্তু আসন্ন মরসুমের দল গঠনের সময় সেই পিভি বিষ্ণুকে নিয়েই দেখা দিয়েছিল সমস্যা। শোনাযাচ্ছিল তিনি নাকি ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পাকে। মুম্বই সিটি এফসির সঙ্গে একটি সোয়াপ ডিলের প্রস্তাবে লাল-হলুদ শিবির থেকে পিভি বিষ্ণুকে(PV Bishnu) নাকি চেয়েছিল মুম্বই। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল ইস্টবেঙ্গল। তাঁকে ধরে রাখতে দ্রুত চুক্তি নবীকরণ করে ফেলল ইস্টবেঙ্গল।

𝕄𝕀ℕℕ𝔸𝕃 𝕍𝕀𝕊ℍℕ𝕌 ⚡⚡⚡
Catch all the #ISL action on @JioHotstar 👉 https://t.co/1FrWTlHp7P#JoyEastBengal | Vishnu PV pic.twitter.com/uq1bZJcd3o
— East Bengal FC (@eastbengal_fc) May 8, 2025
গত বৃহস্পতিবার রাতেই একটি টুইট পোস্ট করেছে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর পারফরম্যান্সেরই একটি ভিডিও পোস্ট করেছে তারা। আর সেটাই যে লাল-হলুদ শিবিরে বিষ্ণুর থেকে যাওয়ার অন্যতম ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর অনুযায়ী বিভি বিষ্ণুর সঙ্গে নাকি আরও দু বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।
এবার হেড অব ফুটবল থমবোই সিংটোর তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল শিবির। ইতিমধ্যেই বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এবার আইএসএল থেকে কোনও ফুটবলার না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। ইতিমধ্যে সৌদি প্রো লিগের দুই ফুটবলারকেও স্কাউট করেছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

–
–

–

–

–

–


–

–

–

–

–