Saturday, May 10, 2025

ইস্টবেঙ্গলেই থাকছেন পিভি বিষ্ণু, ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক চললে আগামী দুবছর ইস্টবেঙ্গলেই(Eastbengal) থাকছেন পিভি বিষ্ণু(PV Bishnu)। কয়েকদিন আগেই বিষ্ণুর চলে যাওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না বলেই জানা গিয়েছে। ২০২৬ সাল পর্যন্ত এমনিতেই চুক্তি রয়েছে বিষ্ণুর(PV Bishnu) সঙ্গে। শোনাযাচ্ছে সেই চুক্তির মেয়াদ নাকি আরও দু বছর বাড়িয়ে নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন শুধুই ঘোষণা হওয়ার অপেক্ষা। ইতিমধ্যেই আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

এই মরসুমের আইএসএলে(ISL) ইস্টবেঙ্গলের(Eastbengal) সেরা পারফর্মার পিভি বিষ্ণু।  কলকাতা লিগ থেকে ইস্টবেঙ্গল দলে সুযোগ পেলেও নিজেকে প্রমান করেছেন তিনি। তাঁর পারফরম্যান্স শুধু ইস্টবেঙ্গল কোচই নয়, নজর কেড়েছে অন্যান্য ফুটবল ফ্র্যাঞ্চাইজিগুলোরও। কিন্তু আসন্ন মরসুমের দল গঠনের সময় সেই পিভি বিষ্ণুকে নিয়েই দেখা দিয়েছিল সমস্যা। শোনাযাচ্ছিল তিনি নাকি ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পাকে। মুম্বই সিটি এফসির সঙ্গে একটি সোয়াপ ডিলের প্রস্তাবে লাল-হলুদ শিবির থেকে পিভি বিষ্ণুকে(PV Bishnu) নাকি চেয়েছিল মুম্বই। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল ইস্টবেঙ্গল। তাঁকে ধরে রাখতে দ্রুত চুক্তি নবীকরণ করে ফেলল ইস্টবেঙ্গল।

গত বৃহস্পতিবার রাতেই একটি টুইট পোস্ট করেছে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর পারফরম্যান্সেরই একটি ভিডিও পোস্ট করেছে তারা। আর সেটাই যে লাল-হলুদ শিবিরে বিষ্ণুর থেকে যাওয়ার অন্যতম ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর অনুযায়ী বিভি বিষ্ণুর সঙ্গে নাকি আরও দু বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।

এবার হেড অব ফুটবল থমবোই সিংটোর তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল শিবির। ইতিমধ্যেই বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এবার আইএসএল থেকে কোনও ফুটবলার না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। ইতিমধ্যে সৌদি প্রো লিগের দুই ফুটবলারকেও স্কাউট করেছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

কাশ্মীরের ২৬ জায়গায় পাক হামলা, পঞ্জাবে হানায় আহত তিন

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...