মধ্যস্থতার কথা বলেও পিছু হঠল আমেরিকা, সন্ত্রাসবাদে ‘বিরোধিতা’য় চিন

Date:

Share post:

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আগে আমেরিকা জানিয়েছিল দুই আলোচনায় বসুক আমরা মধ্যস্থতা করব। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স(JD Vance) জানিয়েছেন ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আমেরিকা(USA) সরাসরি কোনও হস্তাক্ষেপ করবে না। এটা আমেরিকার বিষয় নয়। অন্যদিকে চিন(CHINA) জানিয়েছে, জিনপিংয়ের দেশ সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করছে। তবে শান্তি বজায় রাখতে হবে।

ভ্যান্স জানিয়েছেন, “আমরা ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করতে পারি। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত-পাকিস্তানের এই অশান্তি কোনও বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না এবং পরমাণু যুদ্ধের মতো কিছু হবে না।

এদিকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, “আমরা গতকাল ভারত ও পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে চিন উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। ভারত এবং পাকিস্তান চিনের প্রতিবেশী। চিন সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার কথা বলছি। রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক আইন মেনে চলার, শান্ত থাকার কথা জানাচ্ছি। বর্তমান উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত।”

spot_img

Related articles

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

যোগী রাজ্যে ধর্মীয় স্থানে হানা, মৌলবির স্ত্রী ও দুই কন্যা খুনে আতঙ্ক

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাগপত জেলার গাঙ্গলোনি গ্রামে মসজিদের ভিতরে নৃশংস হত্যাকাণ্ড। মৌলবি ইব্রাহিমের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী এবং দুই শিশু...

লক্ষ্মৌতে নাবালিকার গণধর্ষণ! পুলিশ ধরতে গেলে গুলি চালালো ধর্ষকরা

নারী নিরাপত্তায় কতটা পিছিয়ে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ তা কেন্দ্রের সরকারের রিপোর্টেই স্পষ্ট। বয়স্ক মহিলা থেকে নাবালিকা কেউ সেখানে...