Wednesday, December 17, 2025

মধ্যস্থতার কথা বলেও পিছু হঠল আমেরিকা, সন্ত্রাসবাদে ‘বিরোধিতা’য় চিন

Date:

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আগে আমেরিকা জানিয়েছিল দুই আলোচনায় বসুক আমরা মধ্যস্থতা করব। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স(JD Vance) জানিয়েছেন ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তিতে আমেরিকা(USA) সরাসরি কোনও হস্তাক্ষেপ করবে না। এটা আমেরিকার বিষয় নয়। অন্যদিকে চিন(CHINA) জানিয়েছে, জিনপিংয়ের দেশ সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করছে। তবে শান্তি বজায় রাখতে হবে।

ভ্যান্স জানিয়েছেন, “আমরা ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করতে পারি। কিন্তু এমন সংঘাতে জড়াব না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনও সম্পর্ক নেই। ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে। পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত-পাকিস্তানের এই অশান্তি কোনও বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না এবং পরমাণু যুদ্ধের মতো কিছু হবে না।

এদিকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, “আমরা গতকাল ভারত ও পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে চিন উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। ভারত এবং পাকিস্তান চিনের প্রতিবেশী। চিন সমস্ত সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার কথা বলছি। রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক আইন মেনে চলার, শান্ত থাকার কথা জানাচ্ছি। বর্তমান উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত।”

Related articles

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...
Exit mobile version