Wednesday, August 20, 2025

নিরাপদে ফিরেছেন ধরমশালায় আটকে পড়া ক্রিকেটাররা, রেলকে ধন্যবাদ বিসিসিআইয়ের

Date:

ড্রোন হামলার আতঙ্কে গত বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ মাঝপথে বাতিল করে দেওয়া হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় শহর ছাড়তে পারেননি ক্রিকেটার ধারাভাষ্যকার থেকে শুরু করে আইপিএলের (IPL) সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরাও। এরপরই বিকল্প হিসেবে উঠে আসে ভারতীয় রেলের (Indian Railway)নাম। বিসিসিআই (BCCI) কর্তাদের আবেদনে সাড়া দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দু’দলের সকলকে দ্রুত দিল্লি নিয়ে আসে বন্দেভারত ট্রেন। এরপরই ভারতীয় রেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ক্রিকেট বোর্ড।

ক্রিকেটার, ধারাভাষ্যকারদের রেল সফরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে বিসিসিআই।দু’দলের সকলকে ছাড়াও সম্প্রচারকারী সংস্থার কর্মী, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল-সহ সংশ্লিষ্ট সকলকে নিরাপদে রাজধানীতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। রেলের সাহায্য ও তৎপরতার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের তরফ সমাজমাধ্যমে লিখেছে, ‘অত্যন্ত অল্প সময়ে মধ্যে বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করার জন্য রেল মন্ত্রককে ধন্যবাদ। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, সম্প্রচারকারী সংস্থার কর্মী-সহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত দিল্লি পৌঁছে দিয়েছে ভারতীয় রেল। এই পদক্ষেপ প্রশংসীয়।’’ নির্বিঘ্নে ফেরার পর ভারতীয় রেলবিভাগের প্রশংসায় পঞ্চমুখ তারকা ক্রিকেটাররা।টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় সকলেরই মন খারাপ, কিন্তু দেশের সেনাবাহিনীর পাশে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা।

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version