ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩ ঘণ্টাতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকসেনার। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের অপচেষ্টা ফের রুখল ভারত। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় সেনার তরফ থেকে কোনও বিবৃতি মেলেনি। এদিকে পাকিস্তানের হামলায় শহিদ হলেন বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের অপচেষ্টা ফের রুখল ভারত।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “সংঘর্ষ বিরতির মধ্যে এ কী হচ্ছে? বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে শ্রীনগরজুড়ে!!!”

এক্সে বিএসএফের তরফে জানান হয়েছে,”১০ মে জম্মুর আর এস পুরা এলাকায় সীমান্তে পাকিস্তানের গুলিতে বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের আত্মত্যাগকে ডিজি বিএসএফ এবং সকল পদমর্যাদার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। এই কঠিন সময়ে প্রহরী পরিবার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।”

এদিকে পাঞ্জাবের ফিরোজপুর, রাজস্থানের বাড়মেড়-সহ একাধিক জায়গায় সম্পূর্ণ ব্ল্যাকআউট। আখনুর-রাজৌরিতে ড্রোন হামলা পাকিস্তানের, জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

আরও পড়ুন – উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা! মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

_

_

_

_

_

_
_
_
_
_