Monday, December 8, 2025

ভারতের সুদর্শন চক্র-এয়ারবেস ধ্বংসের দাবি ভুয়ো, ছবি দেখিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস ভারতের

Date:

Share post:

অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর থেকে প্ররোচনা দিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি বজায় রাখতে মিথ্যাচারের আশ্রয় পাকিস্তানের (Pakistan)। স্থলপথ বা আকাশপথে ভারতের সঙ্গে টক্কর দিতে না পেরে কখনও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট কখনও আবার সংবাদমাধ্যমে মিথ্যে দাবি করে চলেছে শাহবাজ শরিফের দেশ। ভারতের সুদর্শন চক্র এস ৪০০ ধ্বংস করার পাশাপাশি একাধিক বিমানঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছিল, তাকে সম্পূর্ণ নস্যাৎ করে সম্পূর্ণ অক্ষত এয়ারবেসের ছবি দেখিয়ে আসল তথ্য প্রকাশ্যে আনল সেনা (Indian Army)। শনিবার সকালের সাংবাদিক বৈঠকে (Ministry of External Affairs and Indian Army Press Briefing) পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করে দিল ভারত।

বিদেশসচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri) এদিন বলেন, পাকিস্তানের আচরণেই উত্তেজনা বাড়ছে। যার প্রত্যুত্তর দিচ্ছে ভারত। শনিবার ভোর থেকে পাকিস্তানি বাহিনী ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও বিমান হানা চালায়। কিন্তু ভারতের তরফে তার প্রত্যেকটির যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে উইং কমান্ডার ব্যোমিকা সিং (Wing Commander Vyomika Singh) জানান অত্যন্ত পরিকল্পিতভাবে পাকিস্তানের জঙ্গি এয়ারবেস এবং সামরিক ঘাঁটিতে টার্গেট করেছে ভারত। কিন্তু নির্লজ্জ পাকিস্তান ক্রমাগত জম্মু-কাশ্মীর সীমান্তে ভারতের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। কমান্ডার সিং তথ্য দিয়ে জানান, ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততার ও নির্দিষ্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনা ঘাঁটি ও জঙ্গি তালিম শিবিরগুলিকে আক্রমণ করে। এর মধ্যে বিএসএফ শিয়ালকোটের একটি জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান এখনও কুরুচিকর, মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। প্রশাসনের তরফে ভারতের সুরাত ও সিরসায় বিমানঘাঁটিতে থাকা এস-৪০০ সিস্টেম নষ্ট করার যে দাবি করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। সিরসা এয়ারবেস, সুরতগড় এবং আধমপুর এয়ারবেসের অক্ষত ছবি দেখিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করেন ভারতীয় উইং কমান্ডার। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ভুয়ো তথ্যে প্ররোচিত না হওয়ার জন্য ভারতবাসীকে অনুরোধ করা হচ্ছে। গত দুদিন ধরে যে নির্লজ্জতার পরিচয় দিয়েছে পাকিস্তান শনিবার সকালেও তার কোনও ব্যতিক্রম হয়নি। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে, তা-ও মিথ্যা। কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’’

spot_img

Related articles

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ...

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...