Friday, November 14, 2025

ভারতের সুদর্শন চক্র-এয়ারবেস ধ্বংসের দাবি ভুয়ো, ছবি দেখিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস ভারতের

Date:

Share post:

অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর থেকে প্ররোচনা দিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি বজায় রাখতে মিথ্যাচারের আশ্রয় পাকিস্তানের (Pakistan)। স্থলপথ বা আকাশপথে ভারতের সঙ্গে টক্কর দিতে না পেরে কখনও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট কখনও আবার সংবাদমাধ্যমে মিথ্যে দাবি করে চলেছে শাহবাজ শরিফের দেশ। ভারতের সুদর্শন চক্র এস ৪০০ ধ্বংস করার পাশাপাশি একাধিক বিমানঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছিল, তাকে সম্পূর্ণ নস্যাৎ করে সম্পূর্ণ অক্ষত এয়ারবেসের ছবি দেখিয়ে আসল তথ্য প্রকাশ্যে আনল সেনা (Indian Army)। শনিবার সকালের সাংবাদিক বৈঠকে (Ministry of External Affairs and Indian Army Press Briefing) পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করে দিল ভারত।

বিদেশসচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri) এদিন বলেন, পাকিস্তানের আচরণেই উত্তেজনা বাড়ছে। যার প্রত্যুত্তর দিচ্ছে ভারত। শনিবার ভোর থেকে পাকিস্তানি বাহিনী ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও বিমান হানা চালায়। কিন্তু ভারতের তরফে তার প্রত্যেকটির যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে উইং কমান্ডার ব্যোমিকা সিং (Wing Commander Vyomika Singh) জানান অত্যন্ত পরিকল্পিতভাবে পাকিস্তানের জঙ্গি এয়ারবেস এবং সামরিক ঘাঁটিতে টার্গেট করেছে ভারত। কিন্তু নির্লজ্জ পাকিস্তান ক্রমাগত জম্মু-কাশ্মীর সীমান্তে ভারতের জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। কমান্ডার সিং তথ্য দিয়ে জানান, ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততার ও নির্দিষ্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনা ঘাঁটি ও জঙ্গি তালিম শিবিরগুলিকে আক্রমণ করে। এর মধ্যে বিএসএফ শিয়ালকোটের একটি জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান এখনও কুরুচিকর, মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। প্রশাসনের তরফে ভারতের সুরাত ও সিরসায় বিমানঘাঁটিতে থাকা এস-৪০০ সিস্টেম নষ্ট করার যে দাবি করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। সিরসা এয়ারবেস, সুরতগড় এবং আধমপুর এয়ারবেসের অক্ষত ছবি দেখিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করেন ভারতীয় উইং কমান্ডার। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ভুয়ো তথ্যে প্ররোচিত না হওয়ার জন্য ভারতবাসীকে অনুরোধ করা হচ্ছে। গত দুদিন ধরে যে নির্লজ্জতার পরিচয় দিয়েছে পাকিস্তান শনিবার সকালেও তার কোনও ব্যতিক্রম হয়নি। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে, তা-ও মিথ্যা। কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’’

spot_img

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...