Thursday, August 21, 2025

ক্রমাগত নাগরিক হত্যা! পাক হামলায় প্রয়াত কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক, শোক মুখ্যমন্ত্রীর

Date:

যেভাবে ভারত জঙ্গি দমনে পাকিস্তানের নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রচেষ্টা জারি রেখেছে, ঠিক তার উল্টো পথেই পাকিস্তান। অপারেশন সিন্দুরের পর থেকে ক্রমাগত ভারতীয় নাগরিক হত্যার খেলায় মেতেছে পাকিস্তান। এবার সেই হামলার শিকার কাশ্মীরের রাজৌরি জেলার অতিরিক্ত উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা। ক্রমাগত বোমাবর্ষণের জেরে গুঁড়িয়ে যায় তার বাড়ি। মৃত্যু হয় আধিকারিকের। এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

শনিবার সকাল থেকে পাক মিসাইল হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের একাধিক এলাকা। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি দাবি করেন, ক্রমাগত নাগরিকদের উপর হামলা চালানোর কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সকালে রাজৌরিতে সেভাবেই হামলা চালানো হয়। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে সেখানে অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজ কুমার থাপার মৃত্যু হয়েছে। আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তান ওই এলাকায় সারারাত শেলিং চালিয়েছে।

রাজ্যের আধিকারিকের মৃত্যুতে গভীর শোক ও হতাশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি সোশ্যাল মিডিয়ায় সকালেই আধিকারিকের মৃত্যুর কথা জানান। শুক্রবার উপমুখ্যমন্ত্রীকে এলাকা পরিদর্শনে সাহায্য করেছিলেন রাজৌরির আধিকারিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভিডিও কনফারেন্সেও যোগ দেন জানান খোদ মুখ্যমন্ত্রী। সেই আধিকারিক শনিবারের হামলায় নিহত হন। এরপরে শোক প্রকাশের কোনও ভাষা নেই বলেই জানান ওমর।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version