Saturday, May 10, 2025

বন্ধ ৩২ বিমানবন্দর, জম্মু-কাশ্মীরে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ট্রেন

Date:

ভারত-পাকিস্তান (India-Pakistan) উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মীরে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন চালাচ্ছে কেন্দ্র। জম্মু-কাশ্মীরে কত পর্যটক রয়েছে তা জানতে চাইছে রেল বোর্ড। জম্মু, উধমপুর, পাঠানকোট থেকে একাধিক স্পেশাল ট্রেন চালান হবে। জম্মু থেকে ১২টি সংরক্ষিত এবং ১২টি অসংরক্ষিত কোচের স্পেশাল ট্রেন চালিয়েছে নর্দার্ন রেল। উধমপুর থেকে ২০ কোচের বন্দে ভারত স্পেশাল ট্রেনও চালানো হয়েছে। ২২ কোচের সংরক্ষিত স্পেশাল ট্রেনটিকে শুক্রবার রাতে জম্মু থেকে চালানো হয়েছে। বেশিরভাগ স্পেশাল ট্রেনেরই গন্তব্য দিল্লি (Delhi)। এদিকে দেশে বিমানবন্দর বন্ধের সংখ্যাও বেড়েছে।

আগামি কয়েকদিন এভাবেই একাধিক স্পেশ্যাল ট্রেন (Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। পাশাপাশি ভারত-পাকিস্তান (India-Pakistan) অশান্তির কারণে খুব জরুরি না হলে কোনও রেলকর্মী এবং আধিকারিকদের কোনওরকম ছুটি নিতে বারণ করা হয়েছে।

অন্যদিকে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি একাধিক নোটিস টু এয়ারমেন জারি করে উত্তর ও পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দরে সমস্ত বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত কার্যকর থাকবে।

যে যে বিমানবন্দর বন্ধ করা হয়েছে
আদমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তীপুর, ভাটিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সলমীর, জম্মু, জামনগর, যোধপুর, কাঠলাল, কাংরা, কেশোদ, কিষনগড়, কুলু-মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট (হীরাসর), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস, উত্তরলাই।
আরও খবর: ভারতের আপত্তি, তা সত্ত্বেও পাকিস্তানকে ২৪০ কোটি ডলার ‘ভিক্ষা’ IMF-এর

আগেই নির্দেশিকা জারি করে উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এবার আরও চারদিন তা বাড়িয়ে দেওয়া হল।

Related articles

বুদ্ধপূর্ণিমায় ব্যাহত মেট্রো পরিষেবা, এই রুটে কমবে পরিষেবা

আগামী সোমবার বুদ্ধপূর্ণিমাতে (Buddha Purnima) কমতে চলেছে ব্লু লাইনের (Blue line) মেট্রো পরিষেবা। যদিও কবি সুভাষ ও দক্ষিনেশ্বর...

‘অপারেশন সিন্দুর’-এ নিকেশ ৫ জঙ্গিদের নাম-পরিচয় প্রকাশ কেন্দ্রের

পহেলগামে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালিয়েছে ভারত (India)। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক...

স্বেচ্ছাসেবক হতে ব্যাপক সাড়া, সেনার জন্য রক্তদান চণ্ডীগড়ে

সীমান্তের লাগাতার পাক গোলাবর্ষণ। নির্বিচারে হত্যা ভারতীয় নাগরিকদের। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার আহত সাধারণ মানুষ থেকে ভারতীয় সেনার...

ভারত-পাক উত্তেজনার আবহে সীমান্তে ডাক পেতে পারেন সচিন- ধোনি! সম্ভাবনা কতটা

একের পর এক ড্রোন, মিসাইল হামলায় ভারতের পশ্চিম প্রান্তে উস্কানি দিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan...
Exit mobile version