Monday, November 3, 2025

আন্তর্জাতিক সংস্থার অর্থ সাহায্য জঙ্গি তৈরির কাজে ব্যবহার করছে পাকিস্তান, ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ডের (IMF) রিভিউ বৈঠকে (review meeting) ভারতের স্পষ্ট করে এই ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও রাষ্ট্রের মদতে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া পাকিস্তানকেই বিপুল অর্থ সাহায্যের ঘোষণা আইএমএফ-এর। একসঙ্গে ২৪০ কোটি ডলার সাহায্যের ঘোষণা করে দিল আন্তর্জাতিক সংস্থা। পাকিস্তানের চাহিদার থেকেও যা ১৪০ কোটি বেশি।

পাকিস্তানের মিথ্যাচার সত্ত্বেও তারা যে আইএমএফ-এর কাছে ১০০ কোটি ডলার অর্থ সাহায্য চেয়েছিল তা স্পষ্ট হয়ে যায় রাতারাতি আইএমএফ সেই অর্থ সাহায্য নিয়ে বৈঠকে বসায়। বিপদে পড়া দেশের জন্য যে আন্তর্জাতিক সংস্থা দ্রুত অর্থ সাহায্য করে থাকে, তাদের অর্থ মঞ্জুরের জন্য দ্রুত পদক্ষেপ প্রমাণ করে দিয়েছিল, আদতে পাকিস্তানের (Pakistan) মদতে বেড়ে ওঠা জঙ্গিগোষ্ঠীকে সাফ করতে ভারতের উদ্যোগের পাশে থাকবে না আইএমএফ (IMF)।

তা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সাহায্যের জন্য ভোট দান থেকে বিরত থাকা হয়েছিল। তার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছিল, পাকিস্তানের প্রশাসন সম্পূর্ণভাবে পাক সেনার দ্বারা পরিচালিত। এমনকি পাকিস্তানের অর্থ লগ্নির বিষয়গুলিও সেনা পরিচালিত, যা রাষ্ট্রসঙ্ঘের (United Nations) পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে।

ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ-এর তরফ থেকে পাকিস্তানকে অর্থ সাহায্যের ঘোষণা করা হল। আইএমএফ জানায়, পাকিস্তানের দারিদ্রের পাশে দাঁড়াতে যে ধরনের সাহায্য আইএমএফ-এর (IMF) পক্ষ থেকে করা হয়ে থাকে, সেই খাতে পাকিস্তানের দাবি মতো ১০০ কোটি ডলার সাহায্য ঘোষণা করা হল। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় খাতে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হল ১৪০ কোটি ডলার। এমনকি এই বিপুল সাহায্যের মধ্যে ১০০ কোটি ডলার নগদে দেওয়া হয় আইএমএফ-এর তরফ থেকে। বর্তমান ভারত-পাকিস্তান দ্বন্দ্বের পরিস্থিতিতে যেভাবে ভারতের সাধারণ নাগরিকদের নিধন যজ্ঞ চালাচ্ছে পাকিস্তান, এই অর্থ সাহায্য় সেই যজ্ঞে ঘি ঢালল বলেই মনে করছেন অর্থনীতিকরা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version