Wednesday, August 13, 2025

আন্তর্জাতিক সংস্থার অর্থ সাহায্য জঙ্গি তৈরির কাজে ব্যবহার করছে পাকিস্তান, ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ডের (IMF) রিভিউ বৈঠকে (review meeting) ভারতের স্পষ্ট করে এই ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও রাষ্ট্রের মদতে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া পাকিস্তানকেই বিপুল অর্থ সাহায্যের ঘোষণা আইএমএফ-এর। একসঙ্গে ২৪০ কোটি ডলার সাহায্যের ঘোষণা করে দিল আন্তর্জাতিক সংস্থা। পাকিস্তানের চাহিদার থেকেও যা ১৪০ কোটি বেশি।

পাকিস্তানের মিথ্যাচার সত্ত্বেও তারা যে আইএমএফ-এর কাছে ১০০ কোটি ডলার অর্থ সাহায্য চেয়েছিল তা স্পষ্ট হয়ে যায় রাতারাতি আইএমএফ সেই অর্থ সাহায্য নিয়ে বৈঠকে বসায়। বিপদে পড়া দেশের জন্য যে আন্তর্জাতিক সংস্থা দ্রুত অর্থ সাহায্য করে থাকে, তাদের অর্থ মঞ্জুরের জন্য দ্রুত পদক্ষেপ প্রমাণ করে দিয়েছিল, আদতে পাকিস্তানের (Pakistan) মদতে বেড়ে ওঠা জঙ্গিগোষ্ঠীকে সাফ করতে ভারতের উদ্যোগের পাশে থাকবে না আইএমএফ (IMF)।

তা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সাহায্যের জন্য ভোট দান থেকে বিরত থাকা হয়েছিল। তার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছিল, পাকিস্তানের প্রশাসন সম্পূর্ণভাবে পাক সেনার দ্বারা পরিচালিত। এমনকি পাকিস্তানের অর্থ লগ্নির বিষয়গুলিও সেনা পরিচালিত, যা রাষ্ট্রসঙ্ঘের (United Nations) পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে।

ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ-এর তরফ থেকে পাকিস্তানকে অর্থ সাহায্যের ঘোষণা করা হল। আইএমএফ জানায়, পাকিস্তানের দারিদ্রের পাশে দাঁড়াতে যে ধরনের সাহায্য আইএমএফ-এর (IMF) পক্ষ থেকে করা হয়ে থাকে, সেই খাতে পাকিস্তানের দাবি মতো ১০০ কোটি ডলার সাহায্য ঘোষণা করা হল। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় খাতে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হল ১৪০ কোটি ডলার। এমনকি এই বিপুল সাহায্যের মধ্যে ১০০ কোটি ডলার নগদে দেওয়া হয় আইএমএফ-এর তরফ থেকে। বর্তমান ভারত-পাকিস্তান দ্বন্দ্বের পরিস্থিতিতে যেভাবে ভারতের সাধারণ নাগরিকদের নিধন যজ্ঞ চালাচ্ছে পাকিস্তান, এই অর্থ সাহায্য় সেই যজ্ঞে ঘি ঢালল বলেই মনে করছেন অর্থনীতিকরা।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version