Friday, November 7, 2025

রোহিতের পর বিরাট, লালবলের ক্রিকেটকে বিদায় জানানোর পথে কোহলি! বাড়ছে জল্পনা 

Date:

থমকে যাওয়া আইপিএল সিজনের মাঝেই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শর্মার পর এবার ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারতের চেজমাস্টার! অফিসিয়ালি এই সংক্রান্ত কোনও তথ্য না মিললেও টেস্ট ম্যাচ খেলার (Test Cricket) ব্যাপারে নিজের অনীহার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) কোহলি জানিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট (Virat Kohli)। তবে বলেছিলেন আইপিএল খেলবেন। চলতি সিজনে যথেষ্ট ভালো ফর্মেও রয়েছেন। কিন্তু আগামী ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট খেলার প্রতি অনীহা প্রকাশ করে এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পথে কোহলি। দেশের জার্সি গায়ে ১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে বিরাটের (গড় ৪৬.৮৫)। শতরান ৩০টি, অর্ধশতরানের সংখ্যা ৩১। জানা গিয়েছে, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। গত বুধবার ভারতীয় ক্রিকেটার হিটম্যান (Rohit Sharma) টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছেন। এবার বিরাট সেই পথেই হাঁটতে চলেছেন বলে বাড়ছে জল্পনা। যদিও বোর্ডের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আগামী ইংল্যান্ড সফরে রোহিতের পর কোহলিকেও যদি না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এখন বিরাট (Virat Kohli) এই সংক্রান্ত কোনও ঘোষণা করেন কি না সেটাই দেখার।

Related articles

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...

দিনরাত বিজেপির অপমান, সেই নেহেরুকেই স্মরণ নিউইয়র্কে: মামদানির জয়ে সরব প্রিয়াঙ্কা

যে জওহরলাল নেহেরুকে বিজেপির নেতারা সবক্ষেত্রে নিচু দেখাতে চেষ্টা করেন ভারতে, সেই নেহেরুর জয়গান নিউ ইয়র্কের মঞ্চে। মেয়র...

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...
Exit mobile version